বিএনপির মহাসচিব বলেছেন, ‘সরকার ডেঙ্গু মোকাবিলায় ব্যর্থ, অর্থনীতিতে ব্যর্থ হয়ে জিয়ার মাজার নিয়ে অপ্রাসঙ্গিক বিতর্কের অবতারণা করছে।’
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, “প্রেসিডেন্ট জিয়াউর রহমানই স্বাধীনতা যুদ্ধের ঘোষণা দেন এবং যুদ্ধের মাঠে থেকে যুদ্ধের নেতৃত্ব প্রদান করেন। সরকার ডেঙ্গু মোকাবিলায় ব্যর্থ, অর্থনীতিতে ব্যর্থ হয়ে জিয়ার মাজার নিয়ে অপ্রাসঙ্গিক বিতর্কের অবতারণা করছে।”
সোমবার (৬ সেপ্টেম্বর) দুপুরে ঠাকুরগাঁওয়ের কালীবাড়ি নিজ বাসভবনে সাংবাদিকদের সাথে মত বিনিময় সভায় এ কথা বলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
মির্জা ফখরুল বলেন, “আওয়ামী লীগ নিজেরাই প্রতারণা করে জনগণকে বিভ্রান্ত করতে চাইছে। জনগণের দৃষ্টিকে অন্যদিকে সরানো সরকারের মূল উদ্দেশ্য। জিয়ার লাশ পাওয়ার পর তার পোস্টমর্টেম করা হয়েছে, তার রিপোর্ট জাতিকে দেখানো হয়েছে, এরপর অন্য কোনো বিতর্ক থাকতে পারে না।”
তিনি সরকারকে পরামর্শ দেন, মাজার কবর লাশ এসব নিয়ে রাজনীতি না করে কিভাবে মরণাপন্ন দেশ ও মানুষকে বাঁচবে সরকারকে এখন সেদিকে নজর দেয়া উচিৎ।
বিএনপির মহাসচিব বলেন, “স্থানীয় সরকার নির্বাচনে দলগতভাবে যাওয়ার সিদ্ধান্ত এখনও বিএনপি নেয়নি। নেওয়া হলে জানানো হবে। নির্বাচন সম্পর্কে বাংলাদেশের মানুষের আস্থা চলে গেছে। সরকার সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে সুষ্ঠু অবাধ নির্বাচন করতে। প্রধান নির্বাচন কমিশনারের বক্তব্য শুনলে মনে হয় তিনি দলের মুখপাত্রের ভূমিকা পালন করছেন। এ কারনেই দেশে নির্বাচন ব্যবস্থা ভেঙে পড়েছে।”
তিনি আরও বলেন, “আমরা অত্যন্ত আশাবাদী তারেক রহমানের নেতৃত্বে দল সুসংগঠিত হবে এবং আমরা একটা আন্দোলন সৃষ্টি করতে পাড়বো। যে আন্দোলনের মধ্য দিয়ে আমরা এই স্বৈরাচারী ফ্যাসিস সরকারকে সরিয়ে জনগণের একটা সরকার প্রতিষ্ঠা করতে সক্ষম হবো।”
এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি তৈইমুর রহমান, সাধারণ সম্পাদক মির্জা ফয়সল আমিন, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হামিদ প্রমুখ।
মতামত দিন