চন্দ্রিমা উদ্যানে তার মরদেহ থাকার বিষয়টি প্রমাণ করতে পারলে জাতির কাছে নাকে খত দিয়ে ক্ষমা চাইবেন বলেও মন্তব্য করেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী
চন্দ্রিমা উদ্যান থেকে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবর সরানো হবে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। এমনকি, বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডে জড়িত থাকার বিষয়ে “দালিলিক প্রমাণ” থাকায় জিয়ার মুক্তিযুদ্ধের খেতাবও বাতিল করা হবে বলেও জানান তিনি
সোমবার (৩০ আগস্ট) জাতীয় প্রেস ক্লাবে মুক্তিযুদ্ধ প্রজন্ম কেন্দ্রীয় সংসদের আয়োজনে “বঙ্গবন্ধুর আদর্শ হত্যা রোধে করণী “ শীর্ষক এক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি। এ সময় চন্দ্রিমা উদ্যানে তার মরদেহ থাকার বিষয়টি প্রমাণ করতে পারলে জাতির কাছে নাকে খত দিয়ে ক্ষমা চাইবেন বলেও তিনি মন্তব্য করেন।
তিনি বলেন, “আমরা শুধু বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত খুনিদের বিচার করতে পেরেছি। কিন্তু নেপথ্যে যারা ছিলেন, তাদের খুঁজে বের করা হচ্ছে। বিএনপি জিয়ার লাশের খোঁজ পেয়েছেন। তাহলে ছবি কোথায়? ব্যক্তি জিয়াকে নিয়ে আমার কোনো অভিযোগ নাই। কিন্তু প্রকৃত ইতিহাসের স্বার্থে এই সত্য সকলের জানা দরকার।”
মন্ত্রী আরও বলেন, “জাতীয় সংসদ ভবন এলাকায় নকশাবহির্ভূত শুধু জিয়ার কবরই নয়, আরও যত কবর আছে বা অন্যকিছু অবৈধ স্থাপনা, সব অপসারণ করতে হবে।”
তিনি বলেন, “জিয়ার লাশ কোথাও যদি থেকে থাকে, সেখানে গিয়ে তাকে সম্মান জানাতে পারে তার অনুসারীরা। তার কবর যে ঢাকায় থাকতে হবে এমন কোনো কথা নেই।”
মতামত দিন