বিলুপ্ত কমিটির সভাপতি শরিফুল ইসলাম রাজু বলেন, যারা আমাদের কমিটি বিলুপ্ত করেছে তাদের কমিটিই তো মেয়াদোত্তীর্ণ
পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলা ছাত্রলীগের কমিটি বিলুপ্ত করা হয়েছে। কমিটির সভাপতি শরিফুল ইসলাম রাজু ও সাধারণ সম্পাদক মশিউর রহমান মর্তুজা উভয়েই বিবাহিত এবং সন্তানের জনক হওয়ায় এমন সিদ্ধান্ত নিয়েছে ঊর্ধ্বতন কমিটি।
সোমবার (২ আগস্ট) জেলা ছাত্রলীগের সভাপতি জাহিদুল ইসলাম টিটু ও সাধারণ সম্পাদক অনিরুজ্জামান অনিকের সই করা এক চিঠিতে বিষয়টি জানানো হয়েছে।
এ বিষয়ে জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক অনিরুজ্জামান অনিক বলেন, “মঠবাড়িয়া উপজেলা ছাত্রলীগের সভাপতি শরিফুল ইসলাম রাজু ও সাধারণ সম্পাদক মশিউর রহমান মর্তুজা বিবাহিত। তাদের দুজনেরই সন্তান আছে। তারা জেলার নেতৃত্ব মানেন না। তাদের এক বছর মেয়াদী কমিটির বয়স তিন বছর হয়ে গেছে। তাদেরকে পূর্ণাঙ্গ কমিটির তালিকা জমা দেওয়ার জন্য বলা হলেও তারা তা দেননি।”
এসব কারণে মঠবাড়িয়া উপজেলা ছাত্রলীগের কমিটি বিলুপ্ত করা হয়েছে।
এ বিষয়ে বিলুপ্ত কমিটির সভাপতি শরিফুল ইসলাম রাজু বলেন, “যারা আমাদের কমিটি বিলুপ্ত করেছে তাদের কমিটিই তো মেয়াদোত্তীর্ণ। আমরা মঠবাড়িয়া আওয়ামী লীগের গ্রুপিংয়ের বলি।”
তিনি আরও বলেন, “আমাদের আগে স্বরুপকাঠী, কাউখালী ও ইন্দুরকানী উপজেলার কমিটি দেওয়া হয়েছিল।”
মতামত দিন