সুরক্ষা ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে নিবন্ধনের পরে টিকা গ্রহণের জন্য একটি ক্ষুদে বার্তা পেয়েছেন খালেদা জিয়া
ঈদ-উল-আযহার আগেই কোভিডের টিকার প্রথম ডোজ গ্রহণের সম্ভাবনা রয়েছে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার। তার মেডিকেল টিমের সদস্য ও বিএনপির ভাইস চেয়ারম্যান ডা. এ জেড এম জাহিদ হোসেন রবিবার (১৮ জুলাই) বার্তা সংস্থা ইউএনবির এক প্রতিবেদনে এ কথা জানান।
১০ দিন আগেই সুরক্ষা ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে নিবন্ধনের পরে টিকা গ্রহণের জন্য একটি ক্ষুদে বার্তা পেয়েছিলেন খালেদা জিয়া।
ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেন, "ম্যাডাম কোভিড ভ্যাকসিনের প্রথম ডোজ দেওয়ার আনুষ্ঠানিকতা হিসাবে একটি ক্ষুদে বার্তা পেয়েছিলেন।"
এক প্রশ্নের জবাবে তিনি জানান, স্বাস্থ্যবিধি বজায় রাখার মাধ্যমে টিকা নিতে বেগম খালেদা জিয়া রাজধানীরর মহাখালীর শেখ রাসেল গ্যাস্ট্রো লিভার ইনস্টিটিউট ও হাসপাতালে যাবেন।
প্রসঙ্গত, বেগম খালেদা জিয়া গত ৮ জুলাই টিকার জন্য নিবন্ধন করেন।
৭৬ বছর বয়সী বিএনপি চেয়ারপার্সন গত ১১ এপ্রিল করোনাভাইরাস শনাক্ত হন এবং ২৭ এপ্রিল এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন। সেখানে ভর্তির একদিন পর খালেদার চিকিৎসার জন্য অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে ১০ সদস্যের একটি মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে।
মরণঘাতী ভাইরাসে আক্রান্ত হওয়ার ২৭ দিন পর দিন গত ৮ মে তিনি সুস্থ হন।
গত ১৯ জুন কোভিড সংক্রমণ এবং অন্যান্য শারীরিক জটিলতায় ৫৩ দিনের চিকিৎসা শেষে হাসপাতাল থেকে ফিরে আসেন খালেদা জিয়া।
গত বছরের ২৫ মার্চ একটি নির্বাহী আদেশের মাধ্যমে করোনভাইরাস প্রাদুর্ভাবের মধ্যে খালেদা জিয়াকে সাময়িকভাবে কারাগার থেকে মুক্তির আদেশ দেয় সরকার।
মতামত দিন