‘আমরা আশা করি আব্দুল কাদের মির্জার সাথে বিএনপির কোনো সম্পৃক্ততা না খুঁজে ওবায়দুল কাদের নিজের ছোট ভাইয়ের বক্তব্যটির গুরুত্ব অনুধাবন করবেন’
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের তার রাজনৈতিক প্রতিপক্ষ সম্পর্কে “মনগড়া” মন্তব্য দিয়ে নিজেকে মানুষের কাছে একটি হাস্যকর চরিত্রে পরিণত করেছেন।
তিনি বলেন, “আমরা সম্প্রতি লক্ষ্য করছি আওয়ামী লীগের কয়েকজন নেতা ও মন্ত্রী বিশেষ করে দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের প্রতিদিন প্রেস ব্রিফিংয়ে বিএনপির বিরুদ্ধে মনগড়া বক্তব্য দিচ্ছেন।”
সোমবার (৪ জানুয়ারি) দলের নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে রিজভী বলেন, “ওবায়দুল কাদের কারণে-অকারণে প্রতিদিন বিএনপির বিরুদ্ধে মিথ্যাচার করে জনগণের কাছে একটি হাস্যকর চরিত্রে পরিণত করেছেন।”
তিনি বলেন, ক্ষমতাসীন দলের নেতারা বুঝতেই পারছেন না যে, তারা এখন গণদুশমনে পরিণত হয়েছেন। তাই অযথা বিএনপির বিরুদ্ধে বালখিল্যসুলভ বক্তব্য-মন্তব্য করা ছাড়া তাদের হাতে আর কোনো কাজ নেই।
ওবায়দুল কাদেরের ছোট ভাই নোয়াখালীর কোম্পানীগঞ্জ পৌরসভার মেয়র আব্দুল কাদের মির্জার সাম্প্রতিক বক্তব্য উল্লেখ করে রিজভী বলেন, তার বক্তব্যে বাংলাদেশের বর্তমান পরিস্থিতির বাস্তব চিত্র ফুটে উঠেছে।
তিনি বলেন, “আমরা আশা করি আব্দুল কাদের মির্জার সাথে বিএনপির কোনো সম্পৃক্ততা না খুঁজে ওবায়দুল কাদের নিজের ছোট ভাইয়ের বক্তব্যটির গুরুত্ব অনুধাবন করবেন।”
রিজভী বলেন, মির্জার বক্তব্যে সুস্পষ্টভাবে প্রমাণিত হলো-নির্বাচন কমিশনকে কোলের মধ্যে বসিয়ে আওয়ামী সরকার নির্বাচনের নামে দেশবাসীর সাথে দীর্ঘ ১২ বছর ধরে প্রতারণা করেছে।
তিনি অভিযোগ করেন, নিশিরাতের ভোট ডাকাত সরকার এখন সম্পূর্ণ র্যাব-পুলিশ ও প্রশাসন নির্ভর হয়ে পড়েছে।
বিএনপি নেতার অভিযোগ, “এই সরকার শুধুমাত্র গণতন্ত্র ও আইনের শাসনেরই কবর রচনা করতে গিয়ে পুলিশকে বেআইনি কাজে উৎসাহ দিচ্ছে। স্রেফ কোনোভাবে ক্ষমতায় টিকে থেকে দুর্নীতি লুটপাট চালানোর সুযোগ নিতে নিজেদের আত্মমর্যাদাও বলি দিয়েছে।”
রিজভী বলেন, সাংবিধানিক দায়িত্ব পালনে ব্যর্থতার জন্য বর্তমান নির্বাচন কমিশনের পদত্যাগের দাবিতে আগামী ১০ জানুয়ারি বিএনপির উদ্যোগে সারা দেশে পৌরসভা ও মহানগরে মানববন্ধন কর্মসূচি পালিত হবে।
একই দিন ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির উদ্যোগে উক্ত কর্মসূচি জাতীয় প্রেসক্লাবের সামনে সকাল ১১টায় পালিত হবে।
মতামত দিন