‘নববর্ষের প্রথম দিনে আমরা এ শপথ নিয়েছি যে বেগম খালেদা জিয়াকে মুক্ত করব এবং গণতন্ত্রকে পুনরুদ্ধার করব’
খ্রিষ্টীয় নববর্ষ ২০২১ সালে করোনাভাইরাস এবং “স্বৈরাচার” উভয় থেকে বাংলাদেশ মুক্তি পাবে বলে আশা প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তিনি বলেন, “নববর্ষ উপলক্ষে সকলকে শুভেচ্ছা জানাচ্ছি। আমরা আশা করি ২০২১ সালে বাংলাদেশ করোনাভাইরাস এবং স্বৈরতন্ত্র উভয়ই থেকে মুক্তি পাবে।”
শুক্রবার (১ জানুয়ারি) জাতীয়তাবাদী ছাত্রদলের নেতা-কর্মীদের সঙ্গে নিয়ে সংগঠনের ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে বিএনপি নেতা এ মন্তব্য করেন।
তিনি বলেন, “নববর্ষের প্রথম দিনে আমরা এ শপথ নিয়েছি যে বেগম খালেদা জিয়াকে মুক্ত করব এবং গণতন্ত্রকে পুনরুদ্ধার করব।”
গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে বর্তমান সরকারের পতন নিশ্চিত করতে বৃহত্তর ঐক্য গড়ে তোলার জন্য রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানান বিএনপি নেতা।
তিনি বলেনে, “আমরা বারবার বলেছি জনগণের বৃহত্তর ঐক্য, রাজনৈতিক দলগুলোর ঐক্যের মধ্য দিয়ে, একটা গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে এই ফ্যাসিবাদী স্বৈরাচারকে পরাজিত করতে হবে।”
“সেই লক্ষ্যে আমরা কাজ করছি এবং এই ২০২১ সালে আমরা সফল হব বলে বিশ্বাস করি,” বলেন ফখরুল।
তিনি বলেন, “আজকে ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকীত আমরা শপথ নিয়েছি- আমরা দেশনেত্রী খালেদা জিয়াকে মুক্ত করব এবং গণতন্ত্রকে প্রতিষ্ঠা করব।”
সরকারবিরোধী আন্দোলনে সফলতা আসছে না কেন এমন প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, ক্ষমতাসীনরা জনগণের ন্যায়সঙ্গত “গণতন্ত্র পুনরুদ্ধার” আন্দোলনকে দমন করে চলেছে।
“আওয়ামী লীগ একটি ফ্যাসিবাদী রাজনৈতিক দল। তারা জনগণকে ভোটের অধিকার বঞ্চিত করে, জোর করে রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে, ২০১৮ সালের ২৯ ডিসেম্বর রাতেই ভোট ডাকাতি করে একটি দখলদারি সরকার প্রতিষ্ঠা করেছে,” দাবি তার।
মির্জা ফখরুল বলেন, “ইতিহাস প্রমাণ করে কখনোই দমন-পীড়নের মধ্য দিয়ে মানুষের ন্যায়সঙ্গত দাবিকে দমিয়ে রাখা যাবে না। বাংলাদেশে কেউ কখনও পারেনি। আমরা বিশ্বাস করি, প্রতিটি বছর আমাদের জন্য নতুন শক্তি সঞ্চয় হবে এবং ফ্যাসিস্ট সরকারকে আমরা পরাজিত করতে পারব।”
মতামত দিন