‘বিশ্ববিদ্যালয় এবং কলেজের ক্যাম্পাসগুলো এখন সাধারণ শিক্ষার্থীদের জন্য বিপজ্জনক অঞ্চলে পরিণত হয়েছে। সেখানে ছাত্রলীগ ও যুবলীগ কর্মীদের অফিস রয়েছে’
ছাত্রলীগ ও যুবলীগ সদস্যদের “অনাকাঙ্ক্ষিত” তৎপরতার কারণে দেশের বিশ্ববিদ্যালয় ও কলেজ ক্যাম্পাসগুলো এখন সাধারণ শিক্ষার্থীদের জন্য “বিপজ্জনক অঞ্চল” হয়ে উঠেছে বলে অভিযোগ করেছে বিএনপি।
দলের সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, “বিশ্ববিদ্যালয় এবং কলেজের ক্যাম্পাসগুলো এখন সাধারণ শিক্ষার্থীদের জন্য বিপজ্জনক অঞ্চলে পরিণত হয়েছে। সেখানে ছাত্রলীগ ও যুবলীগ কর্মীদের অফিস রয়েছে।”
বৃহস্পতিবার (১ অক্টোবর) এক মানববন্ধন কর্মসূচিতে তিনি বলেন, “ছাত্রলীগ ও যুবলীগের অনাকাঙ্ক্ষিত কর্মকাণ্ডের কারণে অভিভাবকরা এখন তাদের সন্তানদের, বিশেষ করে মেয়েদের ক্যাম্পাসে পাঠাতে ভয় পান।”
বিএনপি প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের বিরুদ্ধে “মিথ্যা” প্রচারণার প্রতিবাদে জাতীয় প্রেস ক্লাবের সামনে এ মানববন্ধন কর্মসূচির আয়োজন করে ঢাকা মহানগর উত্তর বিএনপি।
ঢাকা-৫ আসন উপনির্বাচনে বিএনপির প্রার্থী সালাহউদ্দিন আহমেদের নির্বাচনী প্রচারণায় হামলার প্রতিবাদ জানিয়ে রিজভী বলেন, “ক্ষমতাসীন দল গণতন্ত্রে বিশ্বাসী না হওয়ায় গণতান্ত্রিক ও নির্বাচনী কর্মসূচি বানচাল করার জন্য তাদের ক্যাডারদের লেলিয়ে দিচ্ছে।”
“ক্ষমতাসীন দলের সদস্যরা কাপুরুষ। তারা নারীদের দমন করে, সাধারণ মানুষের ওপর আক্রমণ চালায় এবং সন্ত্রাসী কর্মকাণ্ডে লিপ্ত হয়। যেদিন তারা রাষ্ট্র ক্ষমতা এবং পুলিশের সমর্থন হারিয়ে ফেলবে সেদিন তারা গর্তে লুকিয়ে থাকবে,” বলেন রিজভী।
বিএনপির এ নেতা বলেন, জিয়াউর রহমানের মানহানি ও জনগণকে বিভ্রান্ত করতে ইতিহাসকে “বিকৃত করার নাটক” তৈরি করা হয়েছে।
জনগণের অনুভূতির বিরুদ্ধে চলমান “অগণতান্ত্রিক” সরকারকে খুশি করতে যারা এসব নাটক লিখেছেন এবং করেছেন তাদের অবশ্যই একদিন বিচারের মুখোমুখি হতে হবে বলেও হুঁশিয়ারি দেন রুহুল কবির রিজভী।
মতামত দিন