‘আজকে মাস্ক নেই, হাসপাতালে ভেন্টিলেটর নেই, অক্সিজেন নেই। এ প্রস্তাবিত বাজেটের মধ্যে এর কোনো দিকনির্দেশনাও নেই। এ বাজেট শুধুমাত্র মানুষকে বোকা বানানোর বাজেট’
দেশের বেশিরভাগ হাসপাতালে করোনাভাইরাসে আক্রান্ত রোগীরা প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা পাচ্ছে না বলে অভিযোগ করেছে বিএনপি।বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, “হাসপাতালগুলোতে প্রয়োজনীয় সুরক্ষা ব্যবস্থা ও জনবলের অভাবের কারণে করোনাভাইরাস আক্রান্ত রোগীরা সঠিক স্বাস্থ্যসেবা পাচ্ছেন না।”
বুধবার (১৭ জুন) রাজধানীতে এক মানববন্ধন কর্মসূচিতে বক্তব্যে দিতে গিয়ে তিনি আরও বলেন, “করোনা মোকাবিলার জন্য ৭১ শতাংশ হাসপাতলে করোনা সুরক্ষা নেই। সুরক্ষা সামগ্রী না থাকার কারণে চিকিৎসা বিঘ্নিত হচ্ছে। বাংলাদেশের হাসপাতালে করোনা মোকাবিলায় ৮৬ শতাংশ নার্সদের প্রশিক্ষণ থাকা দরকার ছিল। তাদের সেই প্রশিক্ষণ নেই। ফলে যারা করোনা আক্রান্ত হচ্ছেন তারা সঠিক সেবা পাচ্ছেন না। প্রশিক্ষণের জন্য যা যা করা দরকার তাও বাজেটে নেই।”
বিএনপির সিনিয়র এ নেতা বলেন, গত সপ্তাহে দেয়া জাতীয় বাজেটে স্বাস্থ্যখাতের এসব সমস্যা সমাধানের কোনও নির্দেশনা নেই।
রিজভী মনে করেন, বাজেটের মধ্যে সরকারের নির্মমতা ফুটে উঠেছে। এখন সবচাইতে গুরুত্বপূর্ণ স্বাস্থ্যখাত। সে খাতে বরাদ্দ রাখা হয়েছে গতানুগতিক। বিশেষভাবে কিছু করা হয়নি।
সরকার ঘোষিত আগামী অর্থবছরের জাতীয় বাজেটের প্রতিবাদ জানিয়ে প্রেসক্লাবের সামনে বিএনপির মতাদর্শের সংগঠন ফিউচার অফ বাংলাদেশ এ মানববন্ধন কর্মসূচির আয়োজন করে।
রিজভী বলেন, “দেশ মারাত্মক মহামারির সময় পার করছে। এ প্রস্তাবিত বাজেটের মানুষ বাঁচানোর কোনো পদক্ষেপ নেই।”
তিনি বলেন, “আজকে মাস্ক নেই, হাসপাতালে ভেন্টিলেটর নেই, অক্সিজেন নেই। এ প্রস্তাবিত বাজেটের মধ্যে এর কোনো দিকনির্দেশনাও নেই। এ বাজেট শুধুমাত্র মানুষকে বোকা বানানোর বাজেট।”
বিএনপি এ নেতা বলেন, “শুধুমাত্র সরকারের অযোগ্যতা ও ব্যর্থতার কারণে দেশে করোনাভাইরাস পরিস্থিতি মারাত্মক পরিবর্তন নিয়েছে।”
মতামত দিন