২০১৮ সালের ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত একাদশ সংসদ নির্বাচনের প্রথম বার্ষিকীতে জোটের কর্মসূচি কী হবে তা বৈঠকে নির্ধারণ করা হবে
ড. কামাল হোসেন নেতৃত্বাধীন জাতীয় ঐক্যফ্রন্টের স্টিয়ারিং কমিটি জোটের ভবিষ্যত করণীয় নির্ধারণ করতে এক জরুরি বৈঠকে বসেছে।
বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) বিকাল ৪টায় ড. কামালের মতিঝিল চেম্বারে এ বৈঠক শুরু হয়েছে।
জোটের দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলম মিন্টু জানান, বৈঠকে সভাপতিত্ব করছেন ড. কামাল।
২০১৮ সালের ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত একাদশ সংসদ নির্বাচনের প্রথম বার্ষিকীতে জোটের কর্মসূচি কী হবে তা বৈঠকে নির্ধারণ করা হবে বলে জানিয়েছেন জাহাঙ্গীর।
মতামত দিন