'চিকিৎসকরা এরশাদের কিডনি ও লিভারের কার্যাবলী সঠিক রাখতে দীর্ঘ সময় ধরে চেষ্টা করলেও প্রত্যাশিত উন্নতি দেখা যাচ্ছে না'
সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান এইচএম এরশাদের শরীরের অঙ্গপ্রত্যঙ্গ সঠিকভাবে কাজ করছে না বলে জানিছেন ছোট ভাই জিএম কদের।
শনিবার জাতীয় পার্টির চেয়ারম্যানের বনানী কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি সাংবাদিকদের এ তথ্য জানান।
জিএম কাদের বলেন, "চিকিৎসকরা জানিয়েছেন তার (এরশারদ) শারীরিক অবস্থা এখনো অপরিবর্তিত রয়েছে এবং তিনি এখনো আশঙ্কামুক্ত নন। তার অঙ্গপ্রত্যঙ্গ সঠিকভাবে কাজ করছে না।"
জাপা'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান আরও বলেন, "চিকিৎসকরা এরশাদের কিডনি ও লিভারের কার্যাবলী সঠিক রাখতে দীর্ঘ সময় ধরে চেষ্টা করে যাচ্ছেন। কিন্তু কোনোভাবেই প্রত্যাশিত উন্নতি দেখছেন না তারা।"
কাদের জানান, তার ভাইয়ের ইনফেকশনের পরিমাণ তাৎপর্যপূর্ণভাবে হ্রাস পেয়েছে এবং ডায়লাইসিসের মাধ্যমে তার শরীরের খারাপ রক্ত বের করে নতুন রক্ত দেয়া হচ্ছে।
এসময় দীর্ঘদিন ধরে হাসপাতালে চিকিৎসাধীন পার্টির চেয়ারম্যান ও নিজ ভাইয়ের সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা করেন জিএম কাদের।
মতামত দিন