গত ২০ মে বহিষ্কৃত হওয়ার পরদিন ঘুমের ওষুধ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেছিলেন জারিন দিয়া।
পূর্ণাঙ্গ কমিটি ঘোষণার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ে মধুর ক্যান্টিনে সংঘর্ষের জেরে সংগঠন থেকে বহিষ্কৃত সংগঠনের সাবেক কেন্দ্রীয় নেত্রী জারিন দিয়া’র বহিষ্কারাদেশ প্রত্যাহার করে নিয়েছে ছাত্রলীগ।
গত ১৩ মে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণার পর মধুর ক্যান্টিনে ছাত্রলীগের দু’পক্ষের সংঘর্ষ হয়। ওই ঘটনায় গঠিত তদন্ত কমিটির রিপোর্টে দোষী সাব্যস্ত হওয়ায় ছাত্রলীগের এই নেত্রীকে বহিষ্কার করা হয়েছিল।
বুধবার (২৯ মে) সংগঠনের সভাপতি-সাধারণ সম্পাদক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জারিনের বহিষ্কারাদেশ প্রত্যাহারের বিষয়টি জানানো হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, বহিষ্কৃত ছাত্রলীগ নেত্রী ভুল বুঝতে পেরে ক্ষমা চেয়েছেন। তাই মানবিক দিক বিবেচনায় সংগঠন তার বহিষ্কারাদেশ প্রত্যাহার করছে।
উল্লেখ্য, গত ২০ মে বহিষ্কৃত হওয়ার পরদিন ঘুমের ওষুধ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেছিলেন জারিন দিয়া।
মতামত দিন