পার্টির মহাসচিব মসিউর রহমান রাঙ্গা শাফিন আহমেদের মনোনয়ন পত্রে স্বাক্ষর করেছেন
ঢাকা উত্তর সিটি কর্পোরেশন নির্বাচনে জাতীয় পার্টি থেকে মনোনীত হয়েছেন মেয়র প্রার্থী ব্যান্ড শিল্পী মোহাম্মদ শাফিন আহমেদ।
বুধবার (৩০ জানুয়ারি) পার্টির মহাসচিব মসিউর রহমান রাঙ্গা শাফিন আহমেদের মনোনয়ন পত্রে স্বাক্ষর করেছেন।
জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ-এর ডেপুটি প্রেস সেক্রেটারি খন্দকার দেলোয়ার জালালী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে আজ এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ইতোমধ্যেই জাতীয় পার্টি থেকে শাফিন আহমেদ- এর চুড়ান্ত মনোনয়ন পত্র এবং প্রতিক বরাদ্দের চিঠি নির্বাচন কমিশন বরাবরে পাঠানো হয়েছে। উত্তর সিটি কর্পোরেশন নির্বাচনে জাতীয় পার্টি মনোনীত প্রার্থী হিসেবে মোহাম্মদ শাফিন আহমেদ লাঙ্গল প্রতিক নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দিতা করবেন।
মতামত দিন