গতকাল রবিবার গণভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে মিয়ানমার ও রোহিঙ্গা প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা সংবাদ ও ছবি দিয়ে মিয়ানমার অত্যন্ত জঘন্য কাজ করেছে। তারা নিজেরাই নিজেদের সম্মানটা খারাপ করেছে।
গতকাল রবিবার গণভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে মিয়ানমার ও রোহিঙ্গা প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা সংবাদ ও ছবি দিয়ে মিয়ানমার অত্যন্ত জঘন্য কাজ করেছে। তারা নিজেরাই নিজেদের সম্মানটা খারাপ করেছে।
বাংলাদেশে ২০১৩, ২০১৪ এবং ২০১৫ সালে বিএনপি-জামায়াত একই রকমের গুজব ছড়িয়েছে উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘আমার প্রশ্ন হলো তারা (মিয়ানমার) কী বিএনপি-জামায়াতের কাছ থেকে শিখেছে?’
এসময় রোহিঙ্গা বিষয় নিয়ে দুই দেশের প্রত্যাবাসন চুক্তি স্বাক্ষর বিষয়ে নেপালে অনুষ্ঠিত বিমসটেক সম্মেলনের সময় মিয়ানমারের প্রেসিডেন্টের সাথে কথা হয়েছে বলেও জানান প্রধানমন্ত্রী।
মিয়ানমারের প্রেসিডেন্ট হাসিনাকে বলেছেন, যারা মিয়ানমারে ফিরতে চায়, তাদের নেয়ার জন্য মিয়ানমার প্রস্তুত রয়েছে।
‘প্রতিবেশী দেশেগুলোর সাথে যুদ্ধ চাই না’ উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ‘মিয়ানমার কখনোই কিছু অস্বীকার করেনি। কিন্তু বাস্তবতা হলো তারা কিছুই করেনি (প্রত্যাবাসনের জন্য)।’
গত বৃহস্পতিবার বঙ্গোপসাগর উপকূলবর্তী সাত দেশের জোট বিমসটেকের চতুর্থ সম্মেলনে যোগ দিতে দুই দিনের সফরে নেপাল যান প্রধানমন্ত্রী। সম্মেলন শেষে শুক্রবার দেশে ফেরেন তিনি।
বাংলাদেশ ছাড়াও বিমসটেক সাত সদস্য দেশের মধ্য রয়েছে- ভারত, মিয়ানমার, শ্রীলংকা, থাইল্যান্ড, ভুটান এবং নেপাল।
মতামত দিন