জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ)’র সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, ‘আগামী নির্বাচনে যুদ্ধাপরাধীর দল জামায়াত এবং রাজাকার, জঙ্গিবাদ ও সাম্প্রদায়িকতার মাতা খালেদা জিয়াকে মাইনাস করা হবে’।
জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ)’র সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, ‘আগামী নির্বাচনে যুদ্ধাপরাধীর দল জামায়াত এবং রাজাকার, জঙ্গিবাদ ও সাম্প্রদায়িকতার মাতা খালেদা জিয়াকে মাইনাস করা হবে’।
মঙ্গলবার দুপুরে জাতীয় শোকদিবস উপলক্ষে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানানোর পর সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
আগামী নির্বাচনকে ‘অত্যন্ত গুরুত্বপূর্ণ’ উল্লেখ করে মন্ত্রী বলেন, ‘১৯৭১ সালের মুক্তিযুদ্ধে আমরা যাদের মাইনাস করেছিলাম, ’৭৫ এর ১৫ আগস্ট বঙ্গবন্ধুকে হত্যার পর রাজাকার, জঙ্গি ও সাম্প্রদায়িক চক্রকে প্লাস করা হয়েছিল।২০১৮ সালের নির্বাচন হবে ’৭৫ এর ১৫ আগস্ট প্লাস হওয়া রাজাকার জামায়াত ও তাদের মাতা খালেদা জিয়াকে মাইনাস করার নির্বাচন।’
মন্ত্রী আরো বলেন, ‘জামায়াত ও খালেদা জিয়াকে মাইনাস করার যে কর্মযজ্ঞ চলছে, তা শেষ করে আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এর মধ্য দিয়েই রাজাকার, জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ ও সাম্প্রদায়িকতা চিরতরে বিদায় নেবে। আর তাহলেই শেখ হাসিনার নেতৃত্বে বঙ্গবন্ধুর আদর্শে দেশ এগিয়ে যাবে।
তিনি বলেন, যারা সবার অংশগ্রহণে নির্বাচন চায়, তারা মূলত জামায়াত ও দণ্ডিত খালেদা জিয়াকে হালাল করতে চায়।
তিনি আরো বলেন, ‘নির্বাচনে কে এলো আর কে এলো না এটা কোনো বিষয় নয়। সাংবিধানিকভাবে ডিসেম্বরে নির্বাচন হবে। এখানে দেন-দরবার বা মীমাংসার কিছু নেই।’
মতামত দিন