“বিএনপি অগণতান্ত্রিক ভাষায় কথা বলার পরও বলে দেশে গণতন্ত্র নেই। টেলিভিশনে বিভিন্ন ‘টক শো’ অনুষ্ঠানে শেখ হাসিনার বিরুদ্ধে যে ভাষায় কথা বলা হয়, তারপরও টক শো থেকে ফেরার সময় কাউকে বাধা দেওয়া হয়নি। তবু বিএনপি বলে, দেশে গণতন্ত্র নেই।” _ওবায়দুল কাদের
বাংলাদেশে গণতন্ত্র না থাকলে বিএনপি নেতারা প্রকাশ্যে অগণতান্ত্রিক-অশ্রাব্য ভাষায় দেশের সরকার ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গালিগালাজ করতে পারতেন না; সোমবার রাজধানীর গুলিস্তানের মহানগর নাট্যমঞ্চে এক আলোচনা সভায় দেয়া বক্তব্যে বলেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বিএনপির এমন আচরণের পরেও নয়াপল্টন কেন্দ্রীয় অফিসে সংবাদ সম্মেলন যে বন্ধ হয়নি বা পুলিশ হস্তক্ষেপ করেনি, এটাই দেশের গণতন্ত্র থাকার প্রমাণ হিসেবেও মন্তব্য করেন তিনি।
আওয়ামী লীগের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিরোধী দলে থাকা অবস্থায় আজকের এই দিনে তাঁকে গ্রেপ্তার করা হয়েছিলো। তাঁর গ্রেপ্তার দিবস উপলক্ষে যুবলীগ এই আলোচনা সভার আয়োজন করেছিলো। যুবলীগের এ আলোচনা সভার প্রধান অতিথি হিসেবে ছিলেন ওবায়দুল কাদের।
সড়ক ও সেতুমন্ত্রী আরও বলেন, “বিএনপি অগণতান্ত্রিক ভাষায় কথা বলার পরও বলে দেশে গণতন্ত্র নেই। টেলিভিশনে বিভিন্ন ‘টক শো’ অনুষ্ঠানে শেখ হাসিনার বিরুদ্ধে যে ভাষায় কথা বলা হয়, তারপরও টক শো থেকে ফেরার সময় কাউকে বাধা দেওয়া হয়নি। তবু বিএনপি বলে, দেশে গণতন্ত্র নেই।”
তিনি আরও বলেন, “বিএনপি তাদের গঠনতন্ত্রের ৭ ধারা বাতিল করে নিজেদের আত্মস্বীকৃত ‘উন্মাদ’, ‘দেউলিয়া’ ও ‘দুর্নীতিবাজ’ হিসেবে স্বীকার করে নিয়েছে। এর মাধ্যমে বিএনপি নিজেরা খালেদা জিয়া ও তারেক রহমানকে রাজনীতি থেকে মাইনাস করে দিয়েছে।”
আসন্ন নির্বাচনকে সামনে রেখে নেতা-কর্মীদের হতাশ না হওয়ার আহ্বান জানিয়ে ওবায়দুল কাদের বলেন, “অনেকে রাজনীতি করে এখন শেষ বয়সে চলে এসেছেন। অনেকের আশা-আকাঙ্ক্ষা রয়েছে। কেউ কেউ মনোনয়ন চান। এ সময় তিনি প্রশ্ন করেন, ‘আপনারা কী চান? যিনি জেতার মতো না, তাঁকে মনোনয়ন দেওয়া হোক? যাঁর জেতার মতো পজিশন আছে, তাঁকে মনোনয়ন দেওয়া হবে। জেতার মতো যোগ্যতা অর্জন করলে কেউ বঞ্চিত হবেন না।”
সাধারণ সম্পাদক হিসেবে তার সাফল্যে নেতা-কর্মীদের প্রশংসার প্রত্যুত্তরে ওবায়দুল কাদের বলেন, ‘আগামী নির্বাচনে না জিততে পারলে আপনাদের প্রশংসা গালিতে পরিণত হবে। তখন বলা হবে ব্যর্থ সাধারণ সম্পাদক। তখন নারায়ণগঞ্জ, খুলনা, গাজীপুর আর আসন্ন তিন সিটিতে জিতলেও দাম নেই। জাতীয় নির্বাচনে জিতলেই কেবল সফল সাধারণ সম্পাদক হওয়া যাবে।’
মতামত দিন