আজ মঙ্গলবার সকাল ৮টা নাগাদ ভোট গ্রহণ শুরু হয়েছে।
ক্ষমতাসীন আওয়ামী লীগ ও বিএনপি দলীয় মেয়র পদপ্রার্থীরা গাজীপুর সিটি নির্বাচনে ইতোমধ্যে তাদের ভোটদান সম্পন্ন করেছেন।
গাজীপুর কলেজ গেট এলাকার বশির উদ্দীন উদয়ন স্কুল ও কলেজ ভোট কেন্দ্রে আনুমানিক সকাল ৮টা ১৫ মিনিটে বিএনপি পদপ্রার্থী হাসান উদ্দিন সরকার তার ভোট প্রদান সম্পন্ন করেছেন। অন্যদিকে, আওয়ামী লীগ মনোনীত জাহাঙ্গীর আলম তার ভোট দান সম্পন্ন করেছেন জয়দেবপুরের কানাইয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে।
বিএনপি প্রার্থী হাসান উদ্দিন ভোটকেন্দ্রের পরিস্থিতি সম্পর্কে মন্তব্য করতে সম্মত হননি কেননা তিনি স্ব-শরীরে মাত্র একটি ভোটকেন্দ্র পরিদর্শন করেছেন। তবে তার কর্মীদের কাছ থেকে পাওয়া খবরে তিনি জানান বেশকিছু কেন্দ্রে প্রতিপক্ষের কর্মী-সমর্থকদের দ্বারা তার দলীয় কর্মীরা লাঞ্চিত ও নির্যাতনের শিকার হয়েছেন। তিনি আরও অভিযোগ করেছেন, “কিছু ভোটকেন্দ্র থেকে আমার পোলিং এজেন্টদের তাড়িয়েও দেয়া হয়েছে।”
হাসান উদ্দিন আরও বলেন, মহামান্য হাই কোর্টের আদেশের অবমাননা করে নির্বাচন চলাকালীন প্রায় ১০জন বিএনপি কর্মী-সমর্থকদের অবাধে গ্রেফতার করেছে পুলিশ।
এদিকে সরকার দলীয় প্রার্থী জাহাঙ্গীর আলম জানিয়েছেন ফলাফল যাই হোক না কেনো তিনি তা শ্রদ্ধার সাথে মেনে নেবেন।
হাসান উদ্দিনের অভিযোগকে অস্বীকার করে তিনি জানান যে বিএনপি নির্বাচনের শুরু থেকেই এধরণের মিথ্যা অভিযোগ করে আসছে।
নিজেদের ভোটাধিকার প্রয়োগ করে গাজীপুর সিটি নির্বাচনকে সফল করতে সর্বস্তরের ভোটারদের কাছে অনুরোধ করেছেন জাহাঙ্গীর আলম।
মতামত দিন