এর আগে ৯ জুন খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাতের পর ব্যক্তিগত চিকিৎসকরা দাবি করেছেন, খালেদা জিয়া মাইল্ড স্ট্রোক করেছিলেন
কারা মহাপরিদর্শক সৈয়দ ইফতেখার উদ্দিন জানিয়েছেন, বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া রাজি থাকলে তাকে আগামীকাল মঙ্গলবার বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য নেয়া হবে।
সোমবার দুপুরে কারা অধিদপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানিয়েছেন।
এর আগে ৯ জুন খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাতের পর ব্যক্তিগত চিকিৎসকরা দাবি করেছেন, খালেদা জিয়া মাইল্ড স্ট্রোক করেছিলেন।
বিএনপিপন্থী চিকিৎসকদের সংগঠন ড্যাবের (ডক্টরস অ্যাসোসিশেন অব বাংলাদেশ) নেতারা খালেদা জিয়াকে ইউনাইটেড হাসপাতালে চিকিৎসার দাবি জানান।
মতামত দিন