আগামীকাল বৃহস্পতিবার (৭ অক্টোবর) বিকাল ৫টা পর্যন্ত আবেদনের শেষ সময়
‘চাকরি নয়, সেবা’ এই স্লোগানে বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। মোট ৩,০০০ হাজার শূন্যপদে ট্রেইনি রিক্রুট কনস্টেবল হিসেবে জনবল নিয়োগ দেওয়া হবে। এর মধ্যে ২,৫৫০ জন পুরুষ এবং ৪৫০ নারী। বৃহস্পতিবার (৭ অক্টোবর) বিকাল ৫টা পর্যন্ত আবেদন করতে পারবেন আগ্রহী প্রার্থীরা।
আবেদনকারীর বয়স: ১৮ থেকে ২০ বছর। আবেদনকারীকে অবিবাহিত হতে হবে।
শিক্ষাগত যোগ্যতা: এসএসসি বা সমমানের পরীক্ষায় কমপক্ষে ২.৫ জিপিএ নিয়ে উত্তীর্ণ হতে হবে।
উচ্চতা: সাধারণ ও অন্যান্য কোটার ক্ষেত্রে পুরুষ প্রার্থীর উচ্চতা ৫ ফুট ৬ ইঞ্চি হতে হবে। ক্ষুদ্র জাতিগোষ্ঠী ও মুক্তিযোদ্ধা (মুক্তিযোদ্ধার সন্তানের সন্তান ব্যতীত) কোটার ক্ষেত্রে ৫ ফুট ৪ ইঞ্চি। অন্যদিকে, নারী প্রার্থীর উচ্চতা সাধারণ ও অন্যান্য কোটার ক্ষেত্রে ৫ ফুট ৪ ইঞ্চি হতে হবে। ক্ষুদ্র জাতিগোষ্ঠী ও মুক্তিযোদ্ধা কোটার ক্ষেত্রে ৫ ফুট ২ ইঞ্চি।
এবার নতুন নিয়মে সাত ধাপে ট্রেইনি রিক্রুট কনস্টেবল পদে প্রার্থী নির্বাচন করা হবে। নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য জানা যাবে বাংলাদেশ পুলিশের অফিশিয়াল ওয়েবসাইটে (www.police.gov.bd)।
নিয়োগ বিজ্ঞপ্তি: বিজ্ঞপ্তিটি দেখতে এই লিংকে
মতামত দিন