দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরেও মানুষের গড় আয়ুর হার এতটা কমেনি যতটা গতবছর করোনাভাইরাস মহামারি শুরুর পর কমেছে
অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের এক গবেষণায় জানা গেছে, করোনাভাইরাস মহামারির ফলে নারীদের তুলনায় পুরুষের গড় আয়ু বেশি কমেছে।
ওই প্রতিবেদনের বরাত দিয়ে বিবিসি জানায়, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরেও মানুষের গড় আয়ুর হার এতটা কমেনি যতটা গতবছর করোনাভাইরাস মহামারি শুরুর পর কমেছে।
যুক্তরাষ্ট্র, চিলি এবং ইউরোপের কয়েকটি দেশসহ মোট ২৯টি দেশের মানুষের ওপর করা এই গবেষণায় দেখা গেছে ২৭টি দেশেই সার্বিকভাবে কমেছে গড় আয়ু।
এছাড়া, ২২টি দেশের মানুষেরই গড় আয়ু ২০১৯ সালের তুলনায় ৬ মাসের বেশি কমে গেছে বলে জানিয়েছে গবেষকেরা।
গবেষণায় দেখা গেছে, অন্তত ১৫টি দেশেই এক বছরের বেশি গড় আয়ু কমেছে পুরুষদের। যেখানে, ১১টি দেশে এক বছরের বেশি গড় আয়ু কমেছে নারীদের।
অন্যদিকে, গত দেড় বছরে দুই বছর দুই মাস গড় আয়ু কমে যাওয়ায়, যুক্তরাষ্ট্র পুরুষের গড় আয়ু কমার ক্ষেত্রে শীর্ষে অবস্থান করছে।
রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে গবেষণা প্রতিবেদনের সহলেখক ও গবেষণা দলের অন্যতম সদস্য ড. রিধি কশ্যপ জানান, করোনাভাইরাস বিশ্বব্যাপী কী প্রভাব ফেলেছে তা জানার একটি ক্ষুদ্র প্রচেষ্টা ছিল গবেষণাটি।
বিশ্বের বিভিন্ন দেশের সরকারের প্রতি কোভিড আক্রান্ত ও আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যার সকল তথ্য সংগ্রহ ও সংরক্ষণ করার আহ্বান জানিয়ে তিনি বলেন, “এ বিষয়ে ভবিষ্যতে আরও বিস্তৃত পরিসরে গবেষণা করার ইচ্ছা রয়েছে। তাই সকল তথ্যই আমাদের জন্য প্রয়োজনীয়।”
মতামত দিন