এমএস ওয়ার্ড, পাওয়ার পয়েন্ট, এক্সেলসহ কম্পিউটার চালনার অভিজ্ঞতা থাকতে হবে
সহকারী প্রকৌশলী (পুর) পদে জনবল নিয়োগ দেবে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড। বিজ্ঞপ্তি অনুযায়ী আগ্রহী ও যোগ্য প্রার্থীরা বোর্ডের ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন।
পদের নাম: সহকারী প্রকৌশলী (পুর)
পদের সংখ্যা: ২২ টি
বয়সসীমা
২৫ মার্চ, ২০২০ তারিখে প্রার্থীর বয়স ১৮-৩০ বছরের মধ্যে হতে হবে। মুক্তিযোদ্ধা/শহীদ মুক্তিযোদ্ধার সন্তান এবং শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে বয়স সীমা ৩২ বছর। তবে মুক্তিযোদ্ধা/শহীদ মুক্তিযোদ্ধার সন্তানের সন্তান বা নাতি-নাতনি প্রার্থীদের ক্ষেত্রে বয়স ১৮-৩০ বছরের মধ্যে হতে হবে। বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা শিথিলযোগ্য। বয়স প্রমাণের জন্য এসএসসি/সমমান সনদ বাদে অন্য কোনো প্রশংসাপত্র/এফিডেভিট গ্রহণযোগ্য হবে না।
শিক্ষাগত যোগ্যতা
প্রার্থীকে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে পুরকৌশল, পানিসম্পদ বা কৃষিকৌশল বিষয়ে স্নাতক ডিগ্রি অথবা উল্লিখিত বিষয়ে অ্যাসোসিয়েট মেম্বার অব দ্য ইনস্টিটিউট অব ইঞ্জিনিয়ারিংয়ের (এএমআইই) সেকশন ‘‘এ’’ ও ‘‘বি’’ পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
শিক্ষাজীবনের কোনো স্তরে তৃতীয় শ্রেণি বা বিভাগ গ্রহণযোগ্য হবে না।
অভিজ্ঞতা
এমএস ওয়ার্ড, পাওয়ার পয়েন্ট, এক্সেলসহ কম্পিউটার চালনার অভিজ্ঞতা থাকতে হবে।
বেতন
২২,০০০-৫৩,০৬০ টাকা (বেতন গ্রেড-৯, জাতীয় বেতন স্কেল ২০১৫ অনুযায়ী)
আবেদন ফি
১০০০ টাকা (অফেরতযোগ্য)
প্রয়োজনীয় তথ্য
প্রার্থীকে অবশ্যই সম্প্রতি তোলা (অনধিক ৩ মাসের মধ্যে) রঙিন ছবি অনলাইনে আপলোড করতে হবে। ছবিতে কোনো কালার ব্যাকগ্রাউন্ড ব্যবহার করা যাবে না। সাদা ব্যাকগ্রাউন্ডে সুস্পষ্ট মুখমণ্ডল সংবলিত রঙিন ছবি আপলোড করতে হবে।
আবেদনের প্রক্রিয়া
আগ্রহী প্রার্থীরা বিস্তারিত জানতে ও আবেদন করতে পারেন এই ঠিকানায় গিয়ে।
আবেদনের শেষ সময়
৫ অক্টোবর, ২০২১ (বিকেল ৫ টা)
মতামত দিন