আয়ারল্যান্ডে নারীদের ঘরোয়া ক্রিকেট লীগের সেমিফাইনাল ম্যাচে এ ঘটনা ঘটেছে
ক্রিকেট মাঠে মাঝে মাঝে এমন কিছু ঘটনা ঘটে যা দর্শকদের বাড়তি মনোযোগ আকর্ষণ করে। তেমনই এক ঘটনা ঘটেছে আয়ারল্যান্ডের নারীদের ঘরোয়া ক্রিকেট লীগের একটি ম্যাচে।
ব্রেডি ক্রিকেট ক্লাবে মাঠে চলছিল ব্রেডি এবং সিএসএনআই এর মধ্যে লীগের সেমিফাইনালের একটি ম্যাচে এ ঘটনা ঘটে।
বৃষ্টির কারণে ম্যাচটি কমিয়ে ১২ ওভার করা হয়েছিল। নবম ওভার চলাকালে আব্বি লেক্কি অফ-সাইড এলাকায় স্কোয়ারের পেছনে বলটি পাঠিয়ে রান নিতে শুরু করেন। ফিল্ডারের কুড়িয়ে পাঠানো বল স্ট্যাম্পের দিকে ছোড়েন উইকেটরক্ষক র্যাচেল হেপবার্ন। উইকেটে না লেগে বলটি আবারও অফ-সাইডের দিকে যায়, তখনই কুকুরটি দৌড়ে এসে বলটি নিজের মুখে নিয়ে ছুটতে শুরু করে।
বল পেতে খেলোয়াড়ও কুকুরটির পেছনে ছুটতে থাকে। এসময় একজন দর্শকও কুকুরের কাছ থেকে বলটি উদ্ধারে মাঠে ছুটে আসেন।
সেই দর্শকের সহিযোগিতায় কুকুরটির মুখ থেকে বল ছাড়িয়ে পুনরায় খেলা শুরু হয়।
এই হাস্যকর ঘটনা খেলোয়াড় এবং দর্শকদের মুগ্ধ করেছে। টুইটারে শেয়ার করা ভিডিওটি ইতোমধ্যে ২৩ লক্ষ বার দেখা হয়েছে।
🐶 Great fielding…by a small furry pitch invader!@ClearSpeaks #AIT20 🏆 pic.twitter.com/Oe1cxUANE5
— Ireland Women’s Cricket (@IrishWomensCric) September 11, 2021
মতামত দিন