জানা যায়, ২০১২ সালে বিয়ে হয়েছিল তাদের
স্ত্রীর ‘মানসিক অত্যাচারের’ কারণে ২১ কেজি ওজন হারিয়ে আদালতের কাছে বিচার চেয়েছেন ভারতের এক যুবক।
অবিশ্বাস্য মনে হলেও ভারতের হরিয়ানার এক ব্যাঙ্ককর্মী সম্প্রতি এমনই এক আর্জি নিয়ে হাজির হন আদালতে। তার অভিযোগ, স্ত্রীর মানসিক অত্যাচারে ৭৪ কেজি থেকে কমে ৫৩ কেজিতে দাঁড়িয়েছে তার ওজন। আর সেজন্যই আদালতে বিবাহবিচ্ছেদের মামলা করেছেন তিনি।
এদিকে, নিম্ন আদালত ওই যুবকের আর্জি মঞ্জুর করলে, তার স্ত্রীও পালটা মামলা করেন। আর মামলা গিয়ে পৌঁছায় পাঞ্জাব ও হরিয়ানার হাইকোর্ট পর্যন্ত।
ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারের প্রতিবেদন অনুযায়ী, ২০১২ সালে এক শিক্ষিকাকে বিয়ে করেন তিনি। দু’জনের মেয়েও আছে একটি।
ওই যুবকের অভিযোগ, বিয়ের পর থেকেই বিভিন্ন কারণে “ঝামেলা” শুরু করে তার স্ত্রী। বাকবিতণ্ডা প্রতিদিনের অভ্যাস হয়ে যায় তাদের। তিনি অনেক চুপ থাকার পরেও স্ত্রী যখন ঝগড়া না কমিয়ে মানসিক অত্যাচারের পরিমাণ বাড়িয়ে দেয় তখন আর উপায় না পেয়ে আদালতে হাজির হন তিনি।
তবে, সব কিছু বিবেচনা করে আদালতের রায় শেষ পর্যন্ত রায় ভুক্তভোগী যুবকের পক্ষেই গেছে।
মতামত দিন