ঘটনাটি ঘটেছে পশ্চিমবঙ্গের হাওড়াতে
পোষা প্রাণীটি যেন ঘরের সবচেয়ে আদূরে সদস্য। আর সেই সদস্য যদি হারিয়ে যায় তাহলে কার না মন খারাপ হয়। পোষা প্রাণী নিখোঁজ হলে পুলিশের কাছে অভিযোগ করা না গেলেও অভিনব আরেকটি উপায় বের করেছেন ভারতের এক ব্যক্তি।
পশ্চিমবঙ্গের হাওড়ার উত্তর বাঁকসারার তাপস রায় নামের ওই ব্যক্তির পোষ্য বিড়ালটি হারিয়ে যায় হঠাৎ করেই। প্রিয় বিড়ালকে ফিরে পেতে তাই শহরের অলি-গলিতে হারানো বিজ্ঞপ্তির পোস্টার দিয়ে ভরে ফেলেন তাপস। সেই সঙ্গে নগদ ২ হাজার টাকা পুরস্কারের ব্যবস্থাও করেছেন।
ভারতীয় সংবাদমাধ্যম জি নিউজের প্রতিবেদন অনুযায়ী, পেশায় ব্যবসায়ী তাপস এক ঝড়-বৃষ্টির রাতে বাড়ির বাইরে শুনতে পান বিড়ালের কান্না।
এরপরই স্ত্রী শুক্লা ও মেয়ে নবনীতা মিলে বাসায় নিয়ে আসে ছোট্ট বিড়ালছানাটিকে। “ঘণ্টি” নামের ছানাটি এরপর থেকে তাদের পরিবারের চতুর্থ সদস্য হয়ে যায়। এভাবেই ৩ বছর ঘন্টির সঙ্গে আনন্দেই কাটছিল তাদের। কিন্তু হঠাৎ করেই ১৫ দিন আগে নিখোঁজ হয়ে যায় ঘন্টি।
এদিকে, ঘণ্টির শোকে নাওয়া-খাওয়া বন্ধ করে তাপসের স্ত্রী-কন্যা। তাই প্রিয় বিড়ালের খোঁজে নগদ অর্থের ঘোষণা দিয়ে পোস্টার ছাপিয়েছেন তিনি। তাও ঘন্টি ফিরে আসুক সবার কাছে এটাই কাম্য।
মতামত দিন