আপনার মনে হচ্ছে আপনার আচরণ কিংবা স্বভাবগুলো আপনার সঙ্গীর মতো হয়ে যাচ্ছে?
একটি সম্পর্কে আছেন, আর আপনার মনে হচ্ছে আপনার আচরণ কিংবা স্বভাবগুলো আপনার সঙ্গীর মত হয়ে যাচ্ছে? অথবা আপনি আপনার সঙ্গীর মতো হয়ে উঠেছেন। শুধু সঙ্গীই নয়, প্রত্যেকজীবনে শুধু আমাদের সঙ্গীর দ্বারাই নয়, আমাদের বাবা -মা এবং অন্যান্য আত্মীয় -স্বজন, বন্ধুবান্ধবদের দ্বারাও আমরা বিভিন্নভাবে প্রভাবিত হই।
কীভাবে বুঝবেন!
১. আপনি, আপনার সঙ্গীকে দেখে কর্মঠ কিংবা বিপরীত বৈশিষ্ট্যের মত আচরণ করতে শুরু করেছেন।
২. অনেক সময় আমরা আমাদের সঙ্গীকে খুশি করার জন্য অনেক কিছু করতে পছন্দ করি। এমনকি ক্যারিয়ার নির্বাচনের ক্ষেত্রেও তাদের পছন্দকে গুরুত্ব দেই আমরা।
৩. আপনার সঙ্গীর মত আপনিও কী খাবারের ক্যালোরি নিয়ে সচেতন হয়ে যাচ্ছেন। কিংবা রেস্তোরাঁতে গিয়ে আপনার সঙ্গীর সঙ্গে তার পছন্দের খাবারটিই খাচ্ছেন।
৪. আপনার সঙ্গী বাচ্চাদের, বন্ধুদের কিংবা আত্মীয়দের সাথে কীভাবে আচরণ করছে তা আপনাকে প্রভাবিত করছে।
৫. আপনার সঙ্গীর কিছু স্বভাব ধীরে ধীরে আপনার স্বভাবে পরিণত হচ্ছে, এমনকি তার পছন্দ-অপছন্দ গুলোও আপনাকে প্রভাবিত করছে।
উপরিউক্ত বিষয়গুলো পড়ে নিশ্চয়ই বুঝতে পারছেন, কিছুটা হলেও আপনার সঙ্গীর মতোই হয়ে উঠছেন আপনি।
মতামত দিন