প্রতিবন্ধী ছেলেমেয়েদের সরকারি প্রবেশিকা পরীক্ষার উপযোগী করে গড়ে তুলতে একটা কোচিং সেন্টার খুলতে চান তিনি
ভারতীয় তরুণী হিমানী বুন্দেলা। মাত্র ১৫ বছর বয়সেই এক দুর্ঘটনায় দৃষ্টিশক্তি হারিয়ে ফেলেন। এখন বয়স ২৫। চোখে আলো না থাকলেও নিজেকে তিনি ঠিকি আলোকিত করেছেন। ভারতের জনপ্রিয় রিয়েলিটি শো “কৌন বনেগা ক্রোড়পতি (কেবিসি) ১৩”-এর প্রথম কোটিপতি হয়েছেন হিমানী বুন্দেলা।
দৈনিক প্রথম আলো এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
এক সাক্ষাৎকারে হিমানী বুন্দেলা বলেন, “দেখুন কত অর্থ পেলাম সেটা বড় কথা নয়। কেবিসি আমার জীবনকে সম্পূর্ণ বদলে দিয়েছে। আগে শুধু আমার সোসাইটির মধ্যেই আমার পরিচিতি ছিল। এখন আগ্রা, বুদেলখন্ড, জয়পুর ছাড়িয়ে দূরদূরান্তের মানুষ আমায় চেনেন। সবার অনেক ভালোবাসা পাচ্ছি। ফোন করে অনেকে একবার আমার সঙ্গে কথা বলতে চাইছেন। আমার সঙ্গে ছবি তোলার আবদার করছেন।”
তবে তার এই অর্জন একদিনে সম্ভব হয়নি। অনেক বাঁধা বিপত্তি কাটিয়ে আসতে হয়েছে আজকের পর্যায়ে।
এ বিষয়ে তিনি বলেন, “ছোটবেলা থেকেই আমি কেবিসির ভক্ত। বাড়িতে আমি অমিতাভ বচ্চনকে নকল করতাম। ১৩ বছর বয়স থেকে কেবিসিতে অংশগ্রহণ করার চেষ্টা করতাম। আগে প্রচুর মেসেজ পাঠাতাম। কিন্তু উত্তর পেতাম না। সনি লাইভে শোটি আসার পর থেকে আমি মেসেজের উত্তর পেতে শুরু করি। আমার আত্মবিশ্বাস বাড়তে থাকে। পরিবারের সবাই আমার কেবিসিতে আসা নিয়ে শঙ্কায় ছিল। এই দুনিয়ায় আমি নিজেকে কতটা মানিয়ে নিতে পারব, তা নিয়ে ওদের মনে ভয় ছিল। তবে আমি ভয় পাইনি। তাই আমার এখানে আসার পেছনে আসল মানুষটি আমি নিজেই ছিলাম।”
কেবিসির মঞ্চ থেকে কোটি রুপি জয়ের পর পরবর্তী পরিকল্পার বিষয়ে তিনি বলেন, “বেশ কিছু পরিকল্পনা আছে। আমি প্রতিবন্ধী ছেলেমেয়েদের সরকারি প্রবেশিকা পরীক্ষার উপযোগী করে গড়ে তুলতে একটা কোচিং সেন্টার খুলতে চাই। করোনাভাইরাস কালে বাবা চাকরি হারিয়েছেন। তাই বাবার জন্য নতুন কোনো ব্যবসা শুরু করার পরিকল্পনা আছে। ভাই-বোনদের শিক্ষার জন্য কিছু অর্থ রাখতে চাই। এছাড়া কিছু সচেতনতামূলক কাজ করার পরিকল্পনা আছে।”
মতামত দিন