মসজিদের বারান্দায় ও আঙিনায় লাইকি ভিডিও বানানোর বিষয়টি অত্যন্ত নিন্দনীয়, যারা এ কাজ করেছে তাদেরকে আইনের আওতায় আনার আহ্বানও জানান স্থানীয়রা
সম্প্রতি কুমিল্লার দাউদকান্দি মডেল মসজিদের বারান্দায় নির্মিত একটি লাইকি ভিডিও ভাইরাল হয়ে ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে। এ নিয়ে ক্ষোভের সৃষ্টি হয়েছে এলাকাটির সাধারণ মানুষের ভেতর। যদিও ওই ভিডিওতে অংশ নেওয়া ওই দুই তরুণ-তরুণীর পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। পুলিশ ওই ভিডিও নির্মাতাদের খুঁজছে বলে জানা গেছে।
স্থানীয়দের মতে, মসজিদের বারান্দায় লাইকির ভিডিও তৈরির বিষয়টি অভিনব কায়দায় ধর্মীয় অনুভূতিতে আঘাতের শামিল। কারণ কোনও সুস্থ মস্তিষ্কের মানুষ মসজিদের বারান্দায় এরকম ভিডিও তৈরি করতে পারে না।
মসজিদের প্রতি ভালোবাসা ও প্রগাঢ় বিশ্বাস প্রতিটি মুসলমান নর-নারী শাশ্বতভাবে হৃদয়ে ধারণ করে বলেও জানান তারা।
তাদের মতে, সম্প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা দৃষ্টিনন্দন মসজিদ উপহার দিয়েছেন দাউদকান্দিবাসীকে। তবে এ মসজিদের বারান্দায় ও আঙিনায় অচেনা দুই তরুণ-তরুণী লাইকি ভিডিও বানিয়েছে। বিষয়টি অত্যন্ত নিন্দনীয় উল্লেখ করে যারা এ কর্মকাণ্ড করেছে তাদেরকে চিহ্নিত করে আইনের আওতায় আনার আহ্বানও জানান তারা।
ভিডিওটি নজরে পড়েছে দাউদকান্দি সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মো.জুয়েল রানার। তার ফেসবুক আইডি থেকে ওই দুই তরুণ-তরুণীর পরিচয় চেয়ে একটি স্ট্যাটাসও দেন তিনি।
তিনি জানান, মসজিদের বারান্দায় লাইকির ওই ভিডিওর বিষয়টি মানুষের ভেতর ক্ষোভের সঞ্চার করেছে। তাদেরকে খুঁজে বের করার চেষ্টা চলছে। পাওয়া গেলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
মতামত দিন