ভাবভঙ্গি দেখে মনে হচ্ছে চেয়ারের পদের সদ্ব্যবহার করার জন্য পুরোপুরি প্রস্তুত বানরমহাশয়
করোনাভাইরাস সংক্রমণরোধে স্কুল-কলেজ বন্ধ। শূন্য শিক্ষকদের চেয়ার, শিক্ষার্থীদের ক্লাসরুম। কিন্তু এই শূন্যতার মধ্যেও অধ্যক্ষের চেয়ার ফাঁকা নেই। অধ্যক্ষ না থাকলেও তার চেয়ার দখল করে নিয়েছে “অন্য কেউ”।
তবে সেই “অন্য কেউ” কোনো ব্যক্তি নয়, বরং একটি বানর।
সম্প্রতি ভারতের মধ্যপ্রদেশের গোয়ালিয়রের একটি স্কুলে এমনই এক অনাগত অতিথিত দেখা পেয়েছে স্কুল কর্তৃপক্ষ। আর সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেছে সেই ভিডিওটি।
১.১৫ মিনিটের ওই ভিডিও-তে দেখা যায়, স্কুলের অধ্যক্ষের চেয়ারে দিব্যি আরামে বসে আছে দুষ্টু প্রাণীটি। ভাবভঙ্গি দেখে মনে হচ্ছে চেয়ারের পদের সদ্ব্যবহার করার জন্য পুরোপুরি প্রস্তুত বানর মহাশয়।
তবে বানর খুশি হলেও অধ্যক্ষের চেয়ারে তাকে দেখে বেশি খুশি হতে পারেনি স্কুল কর্তৃপক্ষ। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি’র প্রতিবেদন থেকে জানা যায়, কয়েকজন কর্মী বানরটিকে চেয়ার থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছিল। তাদের দেখে করিডর দিয়ে দৌড়ে পালিয়ে যায় প্রাণীটি। তবে পালিয়ে কোথায় গেছে তা আর জানা না গেলেও সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই মন্তব্য করছে অন্য কোনো স্কুলেই বোধহয় ক্লাস নিতে গিয়েছে সে।
মতামত দিন