ভারতের উত্তরপ্রদেশের বদায়ুঁ জেলার পারোলি গ্রামে এ ঘটনা ঘটে
ভারতের উত্তরপ্রদেশে প্রেমিকের সঙ্গে পালানোর চেষ্টা করায় মেয়েকে গুলি করে হত্যার অভিযোগ উঠেছে বাবার বিরুদ্ধে। এদিকে, নিজ মেয়েকে হত্যার অভিযোগে ওই ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।
আনন্দবাজারের এক প্রতিবেদনে বলা হয়েছে, প্রদেশটির বদায়ুঁ জেলার পারোলি গ্রামে এ ঘটনা ঘটে।
প্রতিবেদনটিতে আরও বলা হয়েছে, গত দু’বছর ধরে স্থানীয় এক যুবকের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে ওই কিশোরীর। সম্প্রতি এই সম্পর্কের কথা পরিবারের সদস্যদেরও জানায় সে। তবে তার বাবা শুরু থেকেই বিষয়টি নিয়ে আপত্তি করছিল। এমনকি মেয়েকে বাড়ি থেকে বের হতেও মানা করে দেয় ওই ব্যক্তি। একমাসেরও বেশি সময় বাড়িতে আটক থাকার পর, সোমবার ভোরে পালানোর চেষ্টা করে ওই কিশোরী। এসময় বন্দুক দিয়ে মেয়েকে গুলি করে সে। হত্যার পর পালানোরও চেষ্টা করে অভিযুক্ত ব্যক্তি। কিন্তু তার স্ত্রী পুলিশকে খবর দেওয়ায়, পুলিশ এসে গ্রেফতার করে তাকে।
ঘটনা নিয়ে স্থানীয় থানার এক পুলিশ কর্মকর্তা বলেছেন, ‘‘স্ত্রীর অভিযোগের ভিত্তিতে ওই ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। স্ত্রী নিজেও এই ঘটনার সাক্ষী। এ বিষয়ে আমরা প্রতিবেশীদের বয়ানও নথিভুক্ত করেছি।’’
মতামত দিন