প্রেমের সম্পর্কে অনেকেরই থাকে। কিন্তু সেই সম্পর্কে আমরা সময় দেই কয়জন? ব্যস্ততা যেন আজ গ্রাস করেছে আমাদের সবকিছুকেই। গতবাঁধা জীবনের ছকে আটকে গেছে আমাদের অনুভূতিগুলোও। তাই তো সাফল্যের মরীচিকার পেছনে ছুটতে ছুটতে আমরা হারিয়ে ফেলছি অমূল্য ভালোবাসাকে। প্রেম-ভালোবাসা একটি চারা গাছের মত। একটি চারা গাছের যেমন বড় হয়ে বেড়ে উঠতে সময় অনুযায়ী পরিচর্যার দরকার হয়, সম্পর্কের গভীরতা বাড়ানোর জন্যেও প্রয়োজন হয় ছোট ছোট কিছু জিনিসের। হয়ত সেগুলোই ভিত্তি হয়ে উঠবে। কী হতে পারে সেগুলো-
ভালোবাসার প্রকাশ: হুমায়ুন আহমেদের মতে- "যে ভালোবাসা যত গোপন সেই ভালোবাসা তত গভীর।" কিন্তু তাই বলে ভালোবাসার অনুভূতি মনের গহীনে রেখে দিলে হবে না। আপনি যদি ভালোবাসা প্রকাশই না করেন তাহলে কিন্তু অপরজন জানবেও না আপনার প্রতি আদৌ তার প্রতি অনুভূতি আছে কি না। তাই মন খুলে সঙ্গীর প্রতি নিজের অনুভূতি জানান দিন। সঙ্গীও খুশি থাকলো, সম্পর্কেও উষ্ণতা থাকলো।
সঙ্গীর প্রশংসা করা: বিভিন্নভাবে সঙ্গীর প্রশংসা করুন সবসময়। কখনও তার রূপ, কখনো তার গুণ বা কখনো কখনো কেবর তার হাসিরই করুন প্রশংসা। সবসময় কথা দিয়ে নয় অবশ্য, ছোট ছোট উপহার বা গোপন চিরকুট ও খুদেবার্তাতেও প্রকাশ করতে পারেন আপনার মুগ্ধতার কথা। মনে রাখবেন, সঙ্গীর প্রতি আপনার এসব ছোটখাটো প্রশংসাই সম্পর্ককে রাখবে প্রাণবন্ত।
ছোট ছোট মুহূর্ত উপভোগ: ভালোবাসা আসলে ছোট ছোট প্রেমময় মুহূর্তেরই বড় সংকলন। নিজেদের মধ্যের প্রেমকে জিইয়ে রাখতে হলে ধরে রাখুন ছোট ছোট মুহূর্তকে, রাঙিয়ে দিন ভালোবাসার রঙে। কাজে যাওয়ার আগে জড়িয়ে ধরুন তাকে। কিংবা ফেরার পথে কিনুন তার পছন্দের চকোলেটটি। অথবা নিদেনপক্ষে নিয়ে যান একটি ফুল। বিভিন্ন সময়ের ফাঁকে তাকে সুন্দর করে "আই লাভ ইউ" বলে ফেলুন। এসবই বাড়তি প্রফু্ল্লতা আনবে সম্পর্কে।
রোমান্টিক চলচ্চিত্র বা সিরিজ দেখা: সপ্তাহান্তে সময় পেলে দুজনে মিলে রোমান্টিক কোনও সিনেমা বা সিরিজ দেখুন। সাথে থাকুক ধোঁয়া ওঠা চা কিংবা কফি। অথবা থাকতে পারে প্রিয় কোনো কোমল পানীয়ের সঙ্গে হালকা স্ন্যাকস। এতে শরীর-মন উভয়ে যেমন ভালো থাকবে তেমনি দুজনে মিলে একটু সুন্দর সময়ও কাটাতে পারবেন।
একান্তে নিজেদের মত কিছু সময় কাটানো: কাজের চাপ প্রতিদিনই থাকবে। কিন্তু তাই বলে কোনো একটা দিন অবশ্যই নিজেদের মতো করে সময় কাটানো উচিত। সেই সময়টুকু বরাদ্দ রাখুন শুধুই সঙ্গীর জন্যে। সেই সময়টাই সম্পর্কে সজীবতার মাধ্যমে এনে দিবে নতুন মাত্রা।
সারপ্রাইজ দিয়ে চমকে দেওয়া: প্রিয় সঙ্গীর সারপ্রাইজ পেতে কার না ভালো লাগে। সেই সঙ্গে মনও যে খুশি হয় তা বলাই বাহুল্য। তাই মাঝেমধ্যেই সঙ্গীকে সারপ্রাইজ দিয়ে চমকে দিন। সেটা হতে পারে বিভিন্নভাবে। কখনো তা হতে পারে সারপ্রাইজ ডিনার, কখনো বা কোথাও ঘুরতেও যাওয়া। সেই সঙ্গে যদি জেনে থাকেন কোনও কিছু আপনার সঙ্গীর খুব প্রিয়, অদূর ভবিষ্যতে তিনি তা কিনতে চান তাহলে সেইমতো উপহারও কিন্তু দিতে পারেন চুপিচুপি।
মতামত দিন