যদিও হুমকি দেওয়ার বিষয়টি মোটেই হালকাভাবে নিচ্ছেন না গোয়েন্দারা
কারাগার। ছোট্ট এই শব্দটিই সাধারণ মানুষের কাছে আতঙ্কের। কে চায় জীবনের সেরা সময়টা কারাগারের চার দেয়ালের মাঝে খুইয়ে ফেলতে? শুধুমাত্র এই কারাগার আতঙ্কের কারণেই অনেকেই অপরাধ থেকে থাকেন ১০০ হাত দূরে। আর সেই কারাগারে যাওয়ার জন্যই কিনা অপরাধ করেছেন ভারতের এক যুবক।
ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টাইমসের এক প্রতিবেদনে বলা হয়, সালমান নামের ২২ বছর বয়সী ওই যুবক কিছুদিন আগেই জেল থেকে ছাড়া পেয়েছিলেন। কিন্তু কিছুতেই তার মন টিকছিল না জেলের বাইরে। তাই আবারও জেলে ফেরত যাওয়ার জন্য ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে হত্যার হুমকি দিয়ে পুলিশকে ফোন করেন তিনি।
সালমানের এমন কাণ্ডে তাজ্জব দিল্লি পুলিশ জানিয়েছে, মোদিকে হত্যার হুমকি দিয়ে বৃহস্পতিবার রাতে ফোন দেন এক যুবক। তিনি জানান, “আমি প্রধানমন্ত্রীকে খুন করতে চাই”। এরপরই উত্তর-পূর্ব দিল্লির খাজুরি খাস এলাকা থেকে শুক্রবার তাকে গ্রেফতার করা হয়।
ফোন কলের বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হলে সে জানায়, আবারও জেলে ফিরে যাওয়ার জন্যই এই কাণ্ড ঘটিয়েছেন তিনি।
যদিও হুমকি দেওয়ার বিষয়টি মোটেই হালকাভাবে নিচ্ছেন না দেশটির গোয়েন্দারা। সালমানকে জেরাও করবেন তারা। কারাগারের শান্তিতে থাকার জন্য এবার বোধহয় অশান্তিই টেনে আনলেন সালমান।
মতামত দিন