সম্প্রতি ভারতের মধ্যপ্রদেশের ভোপালের একটি সরকারি হাসপাতালে এ ঘটনা ঘটে
ভারতের মধ্যপ্রদেশের একটি সরকারি হাসপাতালে ধর্ষণের পর মৃত্যু হয় করোনাভাইরাস আক্রান্ত এক নারীর। মধ্যপ্রদেশের ভোপালের একটি সরকারি হাসপাতালে গত মাসে এ ঘটনা ঘটলেও বৃহস্পতিবার (১৩ মে) এ ঘটনাটি প্রকাশ করে পুলিশ।
ভারতীয় গণমাধ্যম এনডিটিভি জানিয়েছে, এ ঘটনায় ৪০ বছর বয়সী অভিযুক্ত সন্তোষ আহিরওয়ারকে গ্রেফতার করা হয়েছে।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, ৪৩ বছরের ওই নারী ভোপালের মেমোরিয়াল হাসপাতাল অ্যান্ড রিসার্চ সেন্টারে ভর্তি ছিলেন। এ ঘটনা ঘটার পর হাসপাতাল কর্তৃপক্ষকে এ বিষয়ে অভিযোগও করেন তিনি। এরপরই তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে ভেন্টিলেশনে নেওয়ার পর ওই সন্ধ্যাতেই মারা যান তিনি।
এ বিষয়ে ভোপালের এক পুলিশ কর্মকর্তা জানান, ভুক্তভোগী ওই নারী এ বিষয়ে পুলিশকে অবহিত করেছিলেন, তবে তার পরিচয় এবং ঘটনাটি সামনে আনার জন্য অনুরোধ করেন তিনি।
মতামত দিন