সিনেমার গল্প মনে হলেও আদতে এমনটি ঘটেছে ভারতে
বিশ্বব্যাপী করোনাভাইরাস মহামারির কারণে প্রতিটি রাষ্ট্রে চলছে কঠোর লকডাউন ও সামাজিক দূরত্বের কঠিন অনুশাসন। সবার মন এই কঠোরতা মেনে নিতে পারলেও প্রেমিক মন যে কিছুতেই দূরে থাকতে চায় না তার প্রিয়জনের থেকে। তাইতো লকডাউনের বিধিনিষেধের মাঝে কী উপায়ে প্রেমিকার সাথে দেখা করা যায় তার খোঁজ জানতে এক ব্যাকুল প্রেমিক হাজির হয়েছে স্বয়ং পুলিশের দ্বারে।
সিনেমার গল্প মনে হলেও আদতে এমনটি ঘটেছে ভারতে। করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে পুলিশ যখন বাড়িয়েছে কড়াকড়ি, তখন প্রেমিকার সাথে কীভাবে দেখা করা যায় সেই প্রশ্ন করে মুম্বাই পুলিশকে টুইট করেছে অশ্বিন বিনোদ নামের এক যুবক।
বিনোদ লিখেছে, "আমার প্রেমিকার সাথে দেখা করার জন্য আমাকে কোন স্টিকার (লকডাউনে বাইরে বের হবার অনুমতিপত্র) ব্যবহার করতে হবে? আমি যে ওকে খুব মিস করছি।"
মজার বিষয় হচ্ছে বিনোদের এমন ব্যাকুল আবেদন নজর এড়ায়নি মুম্বাই পুলিশেরও। রসিক পুলিশরাও বিনোদকে জবাবে লিখেছেন, "আমরা আপনার প্রয়োজনীয়তা বুঝতে পারছি। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে, এই বিষয়টি আমাদের পরিষেবার অন্তর্ভুক্ত না। তবে দূরত্ব কিন্তু হৃদস্পন্দন বাড়ায় আর এই মুহূর্তে তা আপনাকে সুস্থ রাখবে।"
"আপনারা দু'জন যেন সারা জীবন একসঙ্গে থাকেন সেই দোয়াই করছি। খুব শীঘ্রই এই অবস্থা ঠিক হয়ে যাবে," লিখে জবাব শেষ করে তারা।
এদিকে বিনোদকে দেওয়া মুম্বাই পুলিশের টুইট নিয়ে আলোচনা-সমালোচনার ঝড় উঠেছে নেট দুনিয়ায়। কেউ কেউ মজা করে বলেছেন, "কাছাকাছি থাকলে আবার সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে তার চেয়ে দূরে থাকাই ভালো।" কেউ বা আবার মুম্বাই পুলিশের উপর ক্ষেপে গিয়ে বলেছেন, "এসব প্রশ্নের উত্তর না দিয়ে ঠিকমত কাজে মন দিন।"
মতামত দিন