সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম টিকটকে পরিবারটির একজন কনিষ্ঠ সদস্য বিষয়টি প্রকাশ করায় এ নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়
কানাডার ব্রিটিশ কলম্বিয়ার বাউন্টিফুল নিবাসী ৬৪ বছর বয়সী উইনস্টোন ব্ল্যাকমোরের রয়েছে ২ স্ত্রী এবং ১৫০ সন্তান! সম্প্রতি এক সন্তান ১৯ বছর বয়সী মার্লিন ব্ল্যাকমোর সামাজিক যোগাযোগ মাধ্যমে তার পরিবারের বিষয়ে তথ্য প্রকাশের পর এ নিয়ে নেটিজেনদের মধ্য তুমুল সাড়া পড়ে যায়।
মার্লিন ব্ল্যাকমোর তার এক সহোদর এবং অপর এক সৎ ভাইয়ের সাথে পারিবারিক অবস্থান ছেড়ে দূরে অবস্থান করছেন তার মায়ের সাথে। তিনি দীর্ঘদিন যাবৎ তার পরিবারের বিষয়ে মানুষকে জানাতে চাচ্ছিলেন। অবশেষে তিনি এ সুযোগ পেয়েছেন বলে মন্তব্য করেন।
তিনি চান যেন তার ভবিষ্যৎ প্রজন্ম কোনো গোষ্ঠি নয় বরং বেড়ে উঠবে একক পরিবারে।
অপর এক ভিডিওতে তিনি নিজেকে "ত্রয়ী" বলে দাবি করেন। কারণ একই দিনে এবং একই সময়ে তিনজন ভিন্ন মায়ের গর্ভে তার তিন ভাই-বোনের জন্ম হয়েছে।
তার ভাইবোন সবাই তার পিতার প্রতিষ্ঠিত স্কুলে পড়েছেন। তবে উচ্চ বিদ্যালয়ের শেষ শ্রেণিতে মার্লিন ভর্তি হন পাবলিক স্কুলে। কারণ, তিনি বন্ধুদের মুখে শুনেছেন যে তার পরিবারের কথা ইতিহাস বইয়ে লেখা আছে।
অবাক হয়ে তিনি লক্ষ্য করেন যে তার পরিবার আসলেই স্কুলের ইতিহাস বই এর একটি অধ্যায় দখল করে নিয়েছে।
সম্প্রতি জনপ্রিয় হয়ে যাওয়া মার্লিন পরিবারের বিভিন্ন তথ্য প্রকাশ টিকটকে করে প্রচুর অনুসারী পেয়েছেন মার্লিনসহ তার তিন ভাই।
মতামত দিন