কাওরান বাজার আড়তে গিয়ে দেখা যায় যথেষ্ট সরবরাহ থাকলেও ক্রেতাদের তেমন চাপ নেই
ভারত থেকে পেঁয়াজের সরবরাহ বন্ধের ঘোষণা আসার সঙ্গে সঙ্গেই বেড়ে গেছে পেঁয়াজের দাম। বাজারে সৃষ্টি হয়েছে অস্থিতিশীলতা। অতিরিক্ত মুনাফার লোভে কিছু ব্যবসায়ী দাম বাড়িয়ে দিয়েছেন। যদিও সরকার বলছে দেশে যথেষ্ট পেঁয়াজের মজুদ আছে।
এমন পরিস্থিতিতে বুধবার (১৬ সেপ্টেম্বর) রাজধানীর কাওরান বাজার আড়তে গিয়ে দেখা যায় যথেষ্ট সরবরাহ থাকলেও ক্রেতাদের তেমন চাপ নেই। তাই অলস সময় পার করছেন ব্যবসায়ী-কর্মচারিরা।
ছবি তুলছেন ঢাকা ট্রিবিউনের আলোকচিত্রী মো. মানিক।
মতামত দিন