শুধু পিছু নেয় দলে দলে বারণ না শোনা জাত
কে দেয় ফুঁক?
এমন মোচড়ে?
বাঁশরী টানে কাঁপে তল্লাট।
খসে পড়ে টাইলস, কনক্রিট, পলেস্তারা;
দাবানল ফ্রিকোয়েন্সি জুড়ে শহর, পাড়া।
শুধু পিছু নেয় দলে দলে বারণ না শোনা জাত।
ভূকম্পিত এ জনপদ যেন।
ব্রাইটনেস ক্রিম লেপা হয় না তাহার
মেনে নিন বাস্তবতা- হে মহামান্য ফুয়েরার,
এ শহরে হ্যামিলন এখন। কে জানে, কী দশা কার?
হাসান শাওনের জন্ম, বেড়ে ওঠা ঢাকার মিরপুরে। পড়েছেন মনিপুর উচ্চ বিদ্যালয়, সরকারি বাঙলা কলেজ, বাংলাদেশ সিনেমা ও টেলিভিশন ইনিস্টিটিউটে। লেখালেখি ও সাংবাদিকতার সাথে যুক্ত ২০০৫ সাল থেকে। কাজ করেছেন সমকাল, বণিক বার্তা, ক্যানভাস ম্যাগাজিন ও আজকের পত্রিকায়।
২০২০ সালের ১৩ নভেম্বর হাসান শাওনের প্রথম বই “হুমায়ূনকে নিয়ে” প্রকাশিত হয়।
মতামত দিন