তার বিখ্যাত কয়েকটি উপন্যাসের মধ্যে রয়েছে প্যারাডাইস (১৯৯৪), বাই দ্য সি (২০০১), এবং ডেজারশন (২০০৫)
২০২১ সালে সাহিত্যে নোবেল পুরস্কার জিতেছেন নিলেন ঔপন্যাসিক আবদুলরাজাক গুরনাহ।
বৃহস্পতিবার (৭ অক্টোবর) রয়েল সুইডিশ একাডেমি এই পুরস্কার বিজয়ীর নাম ঘোষণা করে।
তানজানিয়ার নাগরিক আবদুলরাজাক গুরনাহ যুক্তরাজ্যে বসবাস করেন। তিনি মূলত ইংরেজিতে লেখেন। তার বিখ্যাত কয়েকটি উপন্যাসের মধ্যে রয়েছে প্যারাডাইস (১৯৯৪), বাই দ্য সি (২০০১), এবং ডেজারশন (২০০৫)।
আবদুলরাজাক গুরনাহ ১৯৪৮ সালে জন্মগ্রহণ করেন। তানজানিয়ায় বেড়ে উঠলেও ১৯৬০ সালের পর শরণার্থী হিসেবে যুক্তরাজ্যে যান এই সাহিত্যিক। অবসর নেওয়ার আগ পর্যন্ত তিনি ক্যান্ট বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ছিলেন।
সুইডিশ একাডেমি বলেছে, “আবদুলরাজাক গুরনাহের আপোষহীন ও দরদী লেখায় উপনিবেশিকতার দুর্দশা আর শরণার্থীদের জীবনের নানা কষ্ট-ব্যাঞ্জনার গল্প ফুটে উঠেছে।”
আরও পড়ুন: রসায়নে নোবেল পেলেন তিন বিজ্ঞানী
মতামত দিন