'তোরা বস্তি ভাঙার বুলডোজার এখানে চালা। এ ধরা সিক্ত হোক শিশুর তালের শ্বাস কামড়ে'
‘আমাকে ডাহুক চেনানো তোমার কর্তব্য মনেকরি।
শুধু ডাক তো শোনে সবাই।
ডাকেও তো বহু।
- ওই বাথটাবের মডেল।
- গাঢ় সবুজ ঢাকা ফাইভ জি’র বিলবোর্ড।
- দেশবাসীকে একত্রিত হওয়ার ঘোষণা দেয়া উপরতলার ভাষণ।
ইত্যাদির ভিড়ে অন্ধকে ডাহুক চেনাও।
কনক্রিট অন্তরে পেরেক মারো জোনাকির নিভু জ্বলা।
বারবার ক্ষেতের আইলে আমার অবিশ্বাস।
দ্রুত নিশ্চিহ্ন হোক জমিন ভেদ।
তোরা বস্তি ভাঙার বুলডোজার এখানে চালা।
এ ধরা সিক্ত হোক শিশুর তালের শ্বাস কামড়ে।
আমাকে শেকড় চেনানো তোমার কর্তব্য মনেকরি।
সবই জানো তুমি। অপেক্ষা চাই না ওই তোমার অধরে।’
মতামত দিন