বুদ্ধদেব গুহ বয়সজনিত নানা সমস্যাতেও ভুগছিলেন
প্রখ্যাত সাহিত্যিক বুদ্ধদেব গুহ আর নেই। রবিবার (২৯ আগস্ট) স্থানীয় সময় রাত ১২টায়, কলকাতার বেলভিউ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
জানা গেছে, তিনি দীর্ঘদিন যাবত অসুস্থ ছিলেন৷ এর আগে তিনি করোনাভাইরাসে আক্রান্ত হয়েও সুস্থ হন। তবে পরবর্তীতে বিভিন্ন রকমের শারীরিক জটিলতা দেখা যায়। দৃষ্টিশক্তির সমস্যায় ভোগা বুদ্ধদেব গুহ বয়সজনিত নানা সমস্যাতেও ভুগছিলেন। হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন।
বুদ্ধদেব গুহ বাংলা সাহিত্যের একজন জনপ্রিয় লেখক। তার লেখায় প্রকৃতি, বন, গাছপালা আর অরণ্যে-বিষয়ক দিকগুলো উঠে আসে।
তার প্রথম প্রকাশিত গ্রন্থ ‘জঙ্গল মহল’-এর পর থেকে ‘মাধুকরী’, ‘কোজাগর’, ‘অববাহিকা’, ‘বাবলি’— একের পর এক উপন্যাস উপহার দিয়েছেন পাঠকদের। কিশোর সাহিত্যেও ছিল অবাধ বিচরণ। তার সৃষ্ট ‘ঋজুদা’ বা ‘ঋভু’র মতো চরিত্র আকৃষ্ট করে রেখেছে কয়েক প্রজন্মের বহু কিশোর-কিশোরীর মনকে।
মতামত দিন