বর্তমানে তিনি ইয়েল ইউনিভার্সিটির রাইটার-ইন-রেসিডেন্স হিসেবে কর্মরত
চলতি বছর সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছেন মার্কিন কবি ও রচনাকার লুই গ্লুক। নোবেল কমিটি মনে করে, তার দ্ব্যর্থহীন কাব্য ভাষার নিরলঙ্কার সৌন্দর্য ব্যক্তির অস্তিত্বকে সার্বজনীনতায় পৌঁছে দেয়।”
বৃহস্পতিবার (৮ অক্টোবর) সাহিত্যে নোবেল বিজয়ী ১১৭তম লেখক হিসেবে লুইস গ্লিকের নাম ঘোষণা করে রয়্যাল সুইডিশ অ্যাকাডেমি।
১৯৪৩ সালে নিউ ইয়র্কে জন্মগ্রহণ করেন গ্লুক। ১৯৯২ সালে প্রকাশিত বই “ওয়াইল্ড আইরিস”-এর জন্য পরের বছর পুলিৎজার পুরস্কার জিতে নেন তিনি।
বর্তমানে তিনি ইয়েল ইউনিভার্সিটির “রাইটার-ইন-রেসিডেন্স” হিসেবে কর্মরত।
মতামত দিন