৩৯ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে
কঙ্গো নদীতে একটি অস্থায়ী জাহাজ ডুবে ১০০ জনেরও বেশি মানুষ মৃত বা নিখোঁজ হয়েছে।
শনিবার (৯ অক্টোবর) গণতান্ত্রিক প্রজাতন্ত্র কঙ্গোর প্রাদেশিক কর্তৃপক্ষ এএফপিকে এ কথা জানিয়েছে।
উত্তর-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ মঙ্গলার গভর্নরের মুখপাত্র নেস্টর ম্যাগবাডো এএফপিকে জানান, সোমবার (৪ অক্টোবর) ডুবে যাওয়া জাহাজ থেকে শুক্রবার (৮ অক্টোবর) পর্যন্ত ৫১টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এখনও ৬৯ জন নিখোঁজ বলে ধারণা করা হচ্ছে। এছাড়া, ৩৯ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে।
জাহাজটি আসলে নয়টি ঐতিহ্যবাহী কাঠের নির্মিত ক্যানো। যা পিরোগু নামে পরিচিত। কাঠগুলো একসঙ্গে বাঁধা ছিল, বলে ম্যাগবাডো জানান।
ধারণা করা হচ্ছে, খারাপ আবহাওয়ার কারণে অতিরিক্ত যাত্রী নেওয়ার কারণে এই দুর্ঘটনা ঘটেছে।
তিনি আরও বলেন, অনুসন্ধান ও উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে, তবে সময়ের সঙ্গে সঙ্গে জীবিতদের উদ্ধারের আশা কমে যাচ্ছে।
এ ঘটনায় দেশটির প্রাদেশিক কর্তৃপক্ষ সোমবার থেকে তিন দিনের শোক ঘোষণা করেছে।
মতামত দিন