বিগত সপ্তাহগুলোতে দৈনিক সংক্রমণের হার সবচেয়ে কম দেখেছে জাপান
বিশ্বজুড়ে টানা ষষ্ঠ সপ্তাহের জন্য করোনাভাইরাস মহামারির হার নিম্নমুখী। বৃহস্পতিবার (৯ অক্টোবর) এএফপির প্রতিবেদন অনুযায়ী, বিশ্বব্যাপী গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্তের হার ৭% কমে ৪ লাখ ২২ হাজার ৪০০ জনে নেমে এসেছে।
এ বছরের জুনের মাঝামাঝি থেকে অত্যন্ত সংক্রামক ডেল্টা ভ্যারিয়েন্টের প্রভাবে বিশ্বব্যাপী সংক্রমণের হার তীব্র আকার ধারণ করেছিল। তবে গত দেড় মাসেরও বেশি সময় হার হ্রাস পাচ্ছে।
অধিকাংশ অঞ্চলেই হার কমেছে
এ সপ্তাহে বিশ্বের বেশিরভাগ অঞ্চলেই সংক্রমণের হার কমতে দেখা গেছে। আফ্রিকায় ৩২%, এশিয়ায় ২০%, ল্যাটিন আমেরিকা এবং ক্যারিবিয়ান জোনে ১৫%, মার্কিন যুক্তরাষ্ট্র এবং কানাডায় ১১% এবং মধ্যপ্রাচ্যে সংক্রমণের হার ১০% কমেছে।
তবে, ইউরোপে ৭% এবং ওশেনিয়াতে ১৩% বেশি ছিল।
সবচেয়ে বেশি সংক্রমণ
বিশ্বের অন্যতম সর্বোচ্চ টিকাপ্রাপ্ত দেশ সিঙ্গাপুরে নতুন আক্রান্তের সংখ্যা সবচেয়ে বেশি ৮০% সংক্রমণ বৃদ্ধি পেয়েছে। এছাড়া, পোল্যান্ডে ৫৯%, লাটভিয়ায় ৪৮%, ইউক্রেন এবং রোমানিয়াতে ৪০% এবং স্লোভাকিয়ায় ২৮% বৃদ্ধি পেয়েছে।
অবশ্য, পূর্ব ইউরোপের দেশগুলো পশ্চিম ইউরোপের তুলনায় ধীরগতিতে টিকা কার্যক্রম পরিচালনা করেছে।
সবচেয়ে কম সংক্রমণের হার
বিগত সপ্তাহগুলোতে দৈনিক সংক্রমণের হার সবচেয়ে কম দেখেছে জাপান। জাপানে শনাক্তের হার ৪৮% কম ছিল। এছাড়া, ভিয়েতনামে ৪২%, মরক্কোতে ৪০%, বাংলাদেশে ৩৫% এবং দক্ষিণ আফ্রিকায় ৩৩% কমেছে।
সর্বোচ্চ সংক্রমণ ও মৃত্যু যুক্তরাষ্ট্রে
মার্কিন যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত একদিনে সবচেয়ে বেশি সংক্রমণ দেখছে। ১১% কমে গেলেও প্রতিদিন ১ লাখ ৭০০ জন নতুন করে আক্রান্ত হচ্ছে। অন্যদিকে, যুক্তরাজ্যে ১% কমে প্রতিদিন ৩৪ হাজার ২০০ জন এবং তুরষ্কে ৫% কমে ২৯ হাজার জন নতুন করে আক্রান্ত হচ্ছে।
মাথাপিছু ভিত্তিতে, এ সপ্তাহে সবচেয়ে বেশি সংক্রমণ দেখেছে সার্বিয়া। দেশটিতে প্রতি ১ লাখ বাসিন্দার মধ্যে ৬৪৪ জন আক্রান্ত হয়েছে। অন্যদিকে, মঙ্গোলিয়া ও রোমানিয়ায় এই সংখ্যা যথাক্রমে ৪৬৩ ও ৪৪০ জন।
মার্কিন যুক্তরাষ্ট্রে প্রতিদিন সর্বোচ্চ ১ হাজার ৭৮২ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন। অন্যদিকে, রাশিয়ায় ৮৯৯ জন এবং মেক্সিকোতে ৫১৭ জন মারা গেছেন।
বিশ্বব্যাপী দৈনিক মৃত্যু হার ৭% কমে ৭ হাজার ১৮৫ জনে নেমে এসেছে।
টিকা কর্মসূচি
কিউবা ১০ লাখেরও বেশি জনগণকে ইতোমধ্যে টিকা প্রদান করে বিশ্ব টিকা কার্যক্রমে শীর্ষে অবস্থান করছে। দেশটি গড়ে প্রতিদিন ১.৩৭% নাগরিককে টিকা দিয়েছে।
এছাড়া, নিউজিল্যান্ড ১.১৯%, দক্ষিণ কোরিয়া ১.১২%, অস্ট্রেলিয়া ১.০৫%, পেরু এবং ভিয়েতনাম ১.০৩% এবং তাইওয়ান দৈনিক ১% জনগণকে টিকা প্রদান করেছে।
তবে সংযুক্ত আরব আমিরাত এবং পর্তুগালে সর্বাধিক উন্নত ভ্যাকসিনেশন ড্রাইভ রয়েছে। দেশ দুটির জনসংখ্যার ৮৫%-কে টিকার দুটি ডোজই দেওয়া হয়েছে।
এর পরেই, স্পেন ৭৮%, সিঙ্গাপুর ৭৭%, ডেনমার্ক ও উরুগুয়ে ৭৫%, আয়ারল্যান্ড ৭৪% এবং বেলজিয়াম, কানাডা, ফ্রান্স ও ইতালি ৭৩% জনগণকে দুই ডোজ টিকাই দিয়েছে।
মতামত দিন