তবে গাড়ির কথা স্বীকার করলেও মন্ত্রীর দাবি তিনি বা তার ছেলে ঘটনার সময় গাড়িতে ছিলেন না
কৃষকদের উপর দিয়ে গাড়ি চালিয়ে চার কৃষক ও এক সাংবাদিকসহ আটজনকে হত্যার ঘটনায় উত্তরপ্রদেশ সরকার মন্ত্রীপুত্রের বিরুদ্ধে যে পদক্ষেপ নিয়েছে তাতে সন্তুষ্ট নয় ভারতের শীর্ষ আদালত।
বিতর্কিত কৃষি আইনের বিরুদ্ধে প্রতিবাদ চলাকালে রবিবার (৩ অক্টোবর) লখিমপুর খেরি জেলায় সহিংসতা ছড়িয়ে পড়ে। এ সময় জুনিয়র স্বরাষ্ট্রমন্ত্রী অজয় মিশ্রের ছেলে আশিস মিশ্রের একটি গাড়ি বিক্ষোভকারীদের উপর দিয়ে পালিয়ে যাওয়ার অভিযোগ করেছে কৃষক সংস্থাগুলো।
এএনআই-এর প্রতিবেদনে বলা হয়, আদালত শুক্রবার (৮ অক্টোবর) লাইভ ল অনুযায়ী জিজ্ঞাসা করেন, “আমরা কী বলতে চাচ্ছি? স্বাভাবিক পরিস্থিতিতে যদি ৩০২ ধারায় (হত্যা) কোনো মামলা নথিভুক্ত করা হয়, তখন পুলিশ কী করত? যেয়ে আসামিকে গ্রেপ্তার করত।”
পুলিশ আশিস মিশ্রর নামে হত্যা এবং অপরাধমূলক ষড়যন্ত্রসহ একাধিক অভিযোগে মামলা করলেও নিহতদের পরিবার এবং বিরোধী নেতাদের আহ্বানের পরও এখন পর্যন্ত অভিযুক্ত মন্ত্রীপুত্রকে গ্রেপ্তার করেনি পুলিশ।
বৃহস্পতিবার (৭ অক্টোবর) উত্তরপ্রদেশ সরকারকে দেওয়া নির্দেশে আদালত বলেছিল সহিংসতার সাথে সম্পর্কিত প্রথম তথ্য প্রতিবেদনে একটি “স্ট্যাটাস রিপোর্ট” দাখিল করতে। তবে গাড়ির কথা স্বীকার করলেও অজয় মিশ্রের দাবি সে বা তার ছেলে ঘটনার সময় গাড়িতে ছিলেন না।
এদিকে, বৃহস্পতিবার মিশ্রকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ তলব করা হলেও তিনি হাজির হননি।
উল্লেখ্য, প্রধান বিচারপতি এনভি রমানা, বিচারপতি হিমা কোহলি এবং সূর্য কান্তের একটি বেঞ্চ এ বিষয়ে শুনানির পর সুপ্রিম কোর্টের হস্তক্ষেপ চেয়েছিলেন।
মতামত দিন