ডিসেম্বর থেকে জুলাইয়ের মধ্যে ইসরায়েলে প্রায় ৫ হাজার স্বাস্থ্যসেবা পেশাজীবীদের ওপর জরিপ চালিয়ে গবেষকরা এ ফলাফল দেখেন
করোনাভাইরাস প্রতিরোধক ফাইজার টিকার দ্বিতীয় ডোজের পর নারীদের তুলনায় পুরুষের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা দ্রুত হ্রাস পায় বলে নিউ ইংল্যান্ড জার্নাল অফ মেডিসিনে প্রকাশিত অ্যাকর্ডিনার নতুন গবেষণায় বলা হয়েছে।
বুধবার (৬ অক্টোবর) নিউজউইক তাদের এক প্রতিবেদনে এ কথা জানিয়েছে।
গবেষণার সময়ে গবেষকরা ডিসেম্বর থেকে জুলাইয়ের মধ্যে ইসরায়েলে প্রায় ৫ হাজার স্বাস্থ্যসেবা পেশাজীবীদের ওপর এ জরিপ চালান। জরিপ শেষ হলে ফাইজার টিকার দ্বিতীয় ডোজ নেওয়ার পরে উল্লেখযোগ্য হারে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যেতে দেখা গেছে। বিশেষ করে ৬৫ বছরের বেশি বয়সী পুরুষদের মাঝে প্রতিরোধ ক্ষমতা একেবারেই অকার্যকর হয়ে পড়ে।
গবেষণা অনুসারে, ৬৫ বছরের ঊর্ধ্ব-বয়সী নারীদের শরীরের অ্যান্টিবডি একই বয়সের পুরুষদের তুলনায় বেশি ছিল।
এছাড়াও, গবেষণার শেষে দেখা যায়, ১৮ থেকে ৪৫ বছর বয়সীদের মধ্যে জরিপে অংশগ্রহণকারী বয়স্ক ব্যক্তিদের তুলনায় রোগ প্রতিরোধ ক্ষমতা বেশ ভাল।
নিউজউইকের প্রতিবেদনে গবেষকদের উদ্ধৃতি দিয়ে বলা হয়, “হাম, মাম্পস এবং রুবেলার মতো অনেক ভ্যাকসিন সম্পর্কে প্রকাশিত প্রতিবেদনে দেখা যায় প্রতি বছর সেসব টিকার নিরপেক্ষ অ্যান্টিবডির মাত্রা ৫% থেকে ১০% হ্রাস পায়।’’
বিশ্বনেতারা করোনাভাইরাস প্রতিরোধক টিকার বুস্টার ডোজ নিয়ে চিন্তাভাবনা করার পরই নতুন ফলাফল সামনে আসলো।
করোনাভাইরাস সংক্রমণের ঝুঁকি বাড়ায় ইউএস সেন্টারস ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (সিডিসি) সেপ্টেম্বরের শেষের দিকে ৬৫ বছর বা তার বেশি বয়সীদের, অন্তর্নিহিত চিকিৎসা শর্তাধীন ৫০ থেকে ৫৪ বছর বয়সী ব্যক্তিদের এবং প্রাপ্তবয়স্কদের বুস্টার ডোজের আওতায় এনেছিল।
৬ কোটি মার্কিনদের কাছে সিডিসির টিকার বুস্টার ডোজ বিষয়ক প্রচারণার অংশ হিসেবে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন টেলিভিশনে সরাসরি টিকার তৃতীয় তথা বুস্টার ডোজ নিয়েছিলেন। ফাইজারের প্রতিদ্বন্দ্বী মডার্না এবং জনসন অ্যান্ড জনসন উভয়েই বুস্টার ডোজের জন্য প্রশাসনের কাছে আবেদন করেছে।
ইউএস ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন (এফডিএ) এখনও এই বিষয়ে কোনো সিদ্ধান্ত না নিলেও বিভিন্ন সূত্রের মতে, উভয় কোম্পানির বুস্টার ডোজ সম্পর্কিত তথ্য পর্যালোচনার জন্যে নিয়ন্ত্রক সংস্থার একটি বাইরের প্যানেল আগামী সপ্তাহে বৈঠকে বসবে।
এফডিএর বায়োলজিক্স ইভ্যালুয়েশন অ্যান্ড রিসার্চ ডিরেক্টর পিটার মার্কসের উদ্ধৃতি দিয়ে বলা হয়ে, “চলমান মহামারির অবসানের জন্য টিকার ভুমিকা গুরুত্বপূর্ণ।’’ তিনি আরও বলেন, “সবাই যত দ্রুত সম্ভব টিকা গ্রহণ করেন সেটাই ভালো।’’
এফডিএ এর ভ্যাকসিন এবং সংশ্লিষ্ট জৈবিক পণ্য উপদেষ্টা কমিটি আশা করছে অক্টোবরে ৫ থেকে ১১ বছর বয়সী শিশুদের টিকা প্রদানের অনুমোদনের বিষয়ে আলোচনা করার জন্য ফাইজার একটি বৈঠকে বসবে।
বৃহস্পতিবার (৭ অক্টোবর) ফাইজার ঘোষণা করে, এটি শিশুদের টিকা প্রদানের অনুমোদনের জন্য তারা ইতোমধ্যেই অনুরোধ জানিয়েছে। যুক্তরাষ্ট্রে শিশুদের ক্ষেত্রে করোনাভাইরাস সংক্রমণের মাত্রা বৃদ্ধি অব্যাহত থাকায় এটি খুবই গুরুত্বপূর্ণ ছিল বলে জানিয়েছে ফার্মা প্রতিষ্ঠানটি।
এদিকে, হোয়াইট হাউসের কোভিড সমন্বয়কারী জেফরি জিয়েন্টস বৃহস্পতিবার সিএনএনকে জানান, এফডিএ অনুমোদন সাপেক্ষে শিশুদের মধ্যে শুভেচ্ছাস্বরূপ ফাইজার টিকা বিতরণ করা যেতে পারে।
মতামত দিন