গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন সাড়ে ৭ হাজারের বেশি মানুষ। একই সময়ে নতুন করে আক্রান্ত মানুষের সংখ্যা ছাড়িয়েছে ৪ লাখ ৫৫ হাজার
বিশ্বে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা কিছুটা কমেছে। তবে আগের দিনের তুলনায় বেড়েছে নতুন শনাক্ত রোগীর সংখ্যা। মারা গেছেন সাড়ে ৭ হাজারের বেশি মানুষ। একই সময়ে নতুন করে আক্রান্ত মানুষের সংখ্যা ছাড়িয়েছে ৪ লাখ ৫৫ হাজার। মোট আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ২৩ কোটি ৭৫ লাখ। অন্যদিকে মৃতের সংখ্যা ছাড়িয়েছে ৪৮ লাখ ৪৯ হাজার।
শুক্রবার (৮ অক্টোবর) সকালে করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এসব তথ্য জানা গেছে।
এতে দেখা যায়, গত ২৪ ঘণ্টায় সারা বিশ্বে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ৭ হাজার ৮১৬ জন। যা আগের দিনের তুলনায় মৃত্যুর সংখ্যা কমেছে ৩০০ জন। এতে বিশ্বজুড়ে মৃতের সংখ্যা পৌঁছেছে ৪৮ লাখ ৪৯ হাজার ৪১১ জনে। একই সময়ের মধ্যে ভাইরাসটিতে নতুন করে আক্রান্ত হয়েছেন ৪ লাখ ৫৫ হাজার ৮৮ জন। যা আগের দিনের তুলনায় শনাক্ত রোগীর সংখ্যা বেড়েছে সাড়ে ৭ হাজারের বেশি। এ পর্যন্ত ভাইরাসে আক্রান্ত মোট রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৩ কোটি ৭৫ লাখ ৫০ হাজার ৯২৪ জনে।
এদিকে করোনাভাইরাসে সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ আমেরিকায় এখন পর্যন্ত মোট শনাক্তের সংখ্যা চার কোটি ৫০ লাখ ১৮ হাজার ৮৭৯ জন এবং মৃত্যুবরণ করেছে ৭ লাখ ৩০ হাজার ১৭৭ জন। দক্ষিণ আমেরিকার দেশ ব্রাজিল আক্রান্তের দিক থেকে তৃতীয় ও মৃত্যুর সংখ্যায় তালিকার দ্বিতীয় অবস্থানে রয়েছে। দেশটিতে আক্রান্ত হয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে পাঁচ লাখ ৯৯ হাজার ৮৬৫ জনে। দেশটিতে এ পর্যন্ত আক্রান্ত হয়েছে দুই কোটি ১৫ লাখ ৩২ হাজার ৫৫৮ জন।
এছাড়া করোনাভাইরাস আক্রান্তের তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারত। আক্রান্ত হয়ে মৃতের সংখ্যার তালিকায় দেশটির অবস্থান তৃতীয়। দেশটিতে মোট মৃত্যু সাড়ে চার লাখ ছাড়িয়েছে। দেশটিতে মোট আক্রান্ত ৩ কোটি ৩৯ লাখ ১৪ হাজার ৪৬৫ জন এবং মারা গেছেন ৪ লাখ ৫০ হাজার ১৬০ জন।
বাংলাদেশ পরিস্থিতি:
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বৃহস্পতিবার (৭ অক্টোবর) আরও ১২ জনের মৃত্যু হয়েছে। এর আগে গত ১৭ মার্চ ১১ জনের মৃত্যুর কথা জানিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর। সে হিসেবে ছয় মাসেরও বেশি সময় পর কোভিডে সর্বনিম্ন মৃত্যু দেখল দেশ।
বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয়, একদিনে করোনাভাইরাসে মৃত ১২ জনকে নিয়ে দেশে সরকারি হিসেবে এখন পর্যন্ত মোট মৃত্যু হয়েছে ২৭ হাজার ৬৪৭ জনের। একই সময়ে আক্রান্ত হিসেবে নতুন করে শনাক্ত হয়েছেন ৬৬৩ জন। তাদের নিয়ে দেশে সরকারি হিসেবে এখন পর্যন্ত মোট শনাক্ত হয়েছেন ১৫ লাখ ৬০ হাজার ৮১৮ জন।
কোভিড আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৬৬৪ জন। দেশে এ পর্যন্ত মোট ১৫ লাখ ২১ হাজার ৭৭৭ জন সুস্থ হয়েছেন বলে জানিয়েছে অধিদপ্তর।
গত ২৪ ঘণ্টায় কোভিড রোগী শনাক্তের হার ২.৯৭%। আর এখন পর্যন্ত দেশে শনাক্তের হার ১৫.৭৮%। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৭.৫০% আর শনাক্ত বিবেচনায় মৃত্যুহার ১.৭৭%।
স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় নমুনা সংগৃহীত হয়েছে ২২ হাজার ৭৮২টি আর নমুনা পরীক্ষা হয়েছে ২২ হাজার ৩২১টি। দেশে এখন পর্যন্ত করোনাভাইরাসের মোট নমুনা পরীক্ষা হয়েছে ৯৮ লাখ ৯১ হাজার ৬১৪টি। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় পরীক্ষা হয়েছে ৭২ লাখ ৭৩ হাজার ৯৮৪টি আর বেসরকারি ব্যবস্থাপনায় পরীক্ষা হয়েছে ২৬ লাখ ১৭ হাজার ৬৩০টি।
উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর গত বছরের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে “বৈশ্বিক মহামারি” হিসেবে ঘোষণা করে। এর আগে একই বছরের ২০ জানুয়ারি বিশ্বজুড়ে জরুরি পরিস্থিতি ঘোষণা করে সংস্থাটি।
মতামত দিন