এ ঘটনায় অন্তত তিন শতাধিক মানুষ আহত হয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে
পাকিস্তানের বেলুচিস্তানে ৫.৯ মাত্রার ভূমিকম্পে অন্তত ২০ জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত তিন শতাধিক।
বৃহস্পতিবার (৭ অক্টোবর) ভোরে এ ভূমিকম্পের ঘটনা ঘটে বলে এক প্রতিবেদনে জানিয়েছে আল জাজিরা।
আল জাজিরার খবরে বলা হয়েছে, ভূমিকম্পের ফলে সৃষ্ট ধ্বংসস্তূপের নিচে বহু মানুষ আটকা রয়েছে। এদের মধ্যে অনেকেই মৃত বলে ধারণা করা হচ্ছে।
বেলুচিস্তানের সিনিয়র প্রাদেশিক কর্মকর্তা সোহাইল আনোয়ার শাহীন বলেন, “সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত এলাকায় পৌঁছুতে উদ্ধারকর্মীদের কয়েক ঘণ্টা লেগে যেতে পারে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।”
যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ অনুসারে, ৫.৭ মাত্রার ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল বেলুচিস্তান প্রদেশের হরনাই থেকে প্রায় ১৪ কিলোমিটার (৮ মাইল) উত্তর-উত্তরপূর্বে। এটি ভূপৃষ্ঠ থেকে প্রায় ২০ কিলোমিটার (১২ মাইল) নিচে আঘাত হানে। সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে প্রাদেশিক রাজধানী কোয়েটার পূর্বাঞ্চলীয় হারনাই জেলায়, যেটি একটি খনি এলাকা হিসেবে পরিচিত।
শাহিন আরও বলেন, “ভোরে যখন ভূমিকম্প আঘাত হানে তখন অনেক শ্রমিক কর্মস্থলে ছিল। ফলে মৃতের সংখ্যা বাড়তে পারে।”
মতামত দিন