মাদক মামলায় গ্রেপ্তার আরিয়ানকে ৭ অক্টোবর পর্যন্ত এনসিবির হেফাজতেই থাকতে হচ্ছে
সম্প্রতি মাদক মামলায় গ্রেপ্তার হয়েছেন বলিউড বাদশা শাহরুখ খানের ছেলে আরিয়ান খান। গ্রেপ্তারের পর থেকেই আরিয়ানকে নিয়ে একের পর এক বিস্ফোরক তথ্য বেড়িয়ে আসছে।
এবার তেমনই এক তথ্য দিলেন মহারাষ্ট্রের মন্ত্রী ও কংগ্রেস নেতা নওয়াব মালিক।
বর্ষীয়ান এই নেতা জানান, এক মাস আগে থেকেই মুম্বাইয়ের সাংবাদিকরা জানতেন আরিয়ানকে গ্রেপ্তার করা হবে।
বুধবার (৬ অক্টোবর) এক টুইট বার্তায় আরিয়ান খানের গ্রেপ্তারকে “কূটচাল” আখ্যা দিয়ে মন্ত্রী জানান, গত এক মাস ধরেই দেশের ক্রাইম রিপোর্টারদের কাছে এই তথ্য প্রচার করা হচ্ছিল যে এনসিবির পরবর্তী টার্গেট অভিনেতা শাহরুখ খান।
Aryan Khan's arrest is a forgery. For the last one month, the information was being circulated to crime reporters that the next target is actor Shah Rukh Khan: Maharashtra Minister Nawab Malik pic.twitter.com/moaRhfzZx2
— ANI (@ANI) October 6, 2021
ভারতীয় গণমাধ্যমগুলোর প্রতিবেদন থেকে জানা গেছে, বুধবার (৬ অক্টোবর) মেডিকেল চেকআপের পর আরিয়ানকে আবারও এনসিবি অফিসে ফিরিয়ে আনা হয়েছে। বৃহস্পতিবার পর্যন্ত সেখানেই থাকতে হবে তাকে।
উল্লেখ্য, মুম্বাই থেকে গোয়াগামী একটি ক্রুজে বিপুল পরিমাণ মাদকের সন্ধান পেয়ে শনিবার স্থানীয় সময় রাতে আরিয়ানসহ ১১ জনকে গ্রেপ্তার করে এনসিবি।
এনসিবির একটি সূত্রের বরাত দিয়ে আনন্দবাজার পত্রিকা জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গত ৪ বছর ধরে শখের বশে মাদক সেবনের কথা স্বীকার করেছেন আরিয়ান।
মতামত দিন