তারা ট্রাফিক সচেতনতা প্রচারে আশ্রয় নিয়েছে ব্রিটিশ শিল্পী দুয়া লিপার ‘লেভিটেটিং’ গানটির
অভিনব সব পন্থায় জনগণের মাঝে নিরাপত্তা সংক্রান্ত বার্তা প্রচারে সুনাম রয়েছে ভারতের মুম্বাই শহর পুলিশের। সামাজিক যোগাযোগ মাধ্যমে নিয়মিত বিভিন্ন ছবি-ভিডিও পোস্ট করে সচেতনতামূলক প্রচারণা চালায় তারা। এবার তারা ট্রাফিক সচেতনতা প্রচারে আশ্রয় নিয়েছে ব্রিটিশ শিল্পী দুয়া লিপার ‘‘লেভিটেটিং’’ গানটির।
সামাজিক যোগাযোগ মাধ্যমে স্বল্পদৈর্ঘ্যের একটি ভিডিও পোস্ট করে তারা ক্যাপশন দিয়েছে- ‘‘সিটবেল্টস গট ইউ- ফ্রম ‘লেভিটেটিং’ রোডওয়ে।’’
ভিডিওর এক অংশে দেখা যায় একজন চালককে গাড়ির সেফটি ডিভাইস চালু করতে দেখা যায়। ভিডিওটি ইনস্টাগ্রামে চার হাজারেরও বেশি লাইক পেয়েছে। আর ইতিবাচক মন্তব্যও করেছেন অনেকে।
একজন ব্যবহারকারী লিখেছেন, “সত্যিই! ভালো লাগল।”
আরেকজন বলেন, “অ্যাডমিন কে? দয়া করে আমাদের জানতে দিন। তিনি খ্যাতি অর্জনের যোগ্য।”
অনেকেই এ ধরনের ভিডিও আরও পোস্ট করার জন্য অনুরোধ জানান মুম্বাই পুলিশকে।
মতামত দিন