প্রতিদিন ৫ থেকে ৬ হাজার পাসপোর্ট দেওয়া হবে। নারীদের পাসপোর্ট ইস্যু করার প্রক্রিয়া তদারকি করার জন্য নারী কর্মী নিয়োগ করা হবে
দীর্ঘ বিরতির পর মঙ্গলবার (৫ অক্টোবর) থেকে আবারও নাগরিকদের পাসপোর্ট দেওয়া শুরু করবে আফগানিস্তানের তালেবান সরকার। দেশটির এক ঊর্ধ্বতন কর্মকর্তা গণমাধ্যমকে এ কথা নিশ্চিত করেন।
আগস্টে তালেবানরা আফগানিস্তানের নিয়ন্ত্রণ নেওয়ার পর থেকেই সেখানে পাসপোর্ট দেওয়ার প্রক্রিয়া থেমে যায়।
দেশটির এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, মার্কিন বাহিনী প্রত্যাহারের পর সশস্ত্র জঙ্গিদের ক্ষমতায় ফেরার আগেই এই প্রক্রিয়াটি বিঘ্নিত হয়। আবেদনকারীদের আগের সরকারের মতোই সরাসরি একই ধরনের নথি সরবরাহ করা হবে।
পাসপোর্ট দপ্তরের ভারপ্রাপ্ত প্রধান আলম গুল হক্কানি কাবুলে সাংবাদিকদের জানান, প্রতিদিন ৫ থেকে ৬ হাজার পাসপোর্ট দেওয়া হবে। নারীদের পাসপোর্ট ইস্যু করার প্রক্রিয়া তদারকি করার জন্য নারী কর্মীদের নিয়োগ করা হবে বলেও জানান তিনি।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ক্বারি সাঈদ খোস্তি সংবাদ সম্মেলনে জানান, ২৫ হাজার আবেদনকারী তাদের পাসপোর্টের জন্য প্রয়োজনীয় অর্থ প্রদানের চূড়ান্ত পর্যায়ে আছেন। অন্যদিকে, প্রায় ১ লাখ আবেদনকারী পাসপোর্ট ইস্যুর প্রক্রিয়ার প্রাথমিক পর্যায়ে আবেদন করেছেন।
মতামত দিন