বিশ্বের প্রভাবশালী ব্যক্তিদের তালিকায়ও এক ধাপ পিছিয়ে গেছেন মার্ক জাকারবার্গ
কারিগরি ত্রুটির কারণে সোমবার (৪ অক্টোবর) বিশ্বব্যাপী ৬ ঘণ্টা ফেসবুক বন্ধ ছিল। সঙ্গে বন্ধ ছিল মেসেঞ্জার, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপের মতো অন্যান্য সামাজিক যোগাযোগমাধ্যমগুলোও। ফলে ফেসবুকের প্রধান নির্বাহী কর্মকর্তামার্ক জাকারবার্গ ৫১ হাজার ৪১৮ কোটি টাকার বেশি ক্ষতির শিকার হয়েছেন। ফলশ্রুতিতে বিশ্বের প্রভাবশালী ব্যক্তিদের তালিকায়ও তিনি এক ধাপ পিছিয়ে গেছেন।
সোমবার সামাজিক যোগাযোগমাধ্যমের বিশ্বব্যাপী এই বিভ্রাটের ফলে একযোগে ১ কোটি ৬০ লাখ ব্যবহারকারী ফেসবুক, মেসেঞ্জার, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ ব্যবহারে সমস্যার মুখোমুখি হন। সামাজিক যোগাযোগমাধ্যমগুলোর ব্যবহার ট্র্যাক করা ডাউনডিটেক্টার প্রযুক্তির মতে, এটাই তাদের দেখা ফেসবুকের সবচেয়ে বড় বিভ্রাট।
সামাজিক যোগাযোগমাধ্যমের এই বিভ্রাটের জন্যে ফেসবুকে ক্ষমা প্রার্থনা করে মার্ক জাকারবার্গ বলেন, "ফেসবুক, ইন্সটাগ্রাম, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জারের সেবা আবারও চালু হয়েছে। আমি জানি প্রিয় মানুষদের সঙ্গে সংযুক্ত থাকতে আপনারা আমাদের সেবার ওপর কতটা নির্ভরশীল।"
৬ ঘণ্টার এই বিভ্রাটের কারণে আর্থিকভাবেও ক্ষতিগ্রস্ত হয়েছেন ফেসবুকের প্রধান নির্বাহী কর্মকর্তা। সোমবারের এই বিভ্রাটের কারণে সেপ্টেম্বরের মাঝ থেকেই ১৫% মতো কমে যাওয়া ফেসবুকের শেয়ারের দর গতকালের ঘটনার পর আরও ৪.৯% এ কমে যায়। এ কারণে নিট সম্পদের পরিমাণ কমে এসে ১০ হাজার ৪২৮ কোটি টাকায় এসে দাঁড়িয়েছে।
এর ফলে ব্লমবার্গ বিলিয়নিয়ার সূচকেও জুকারবার্গের অবস্থানের অবনতি হয়েছে। গতকাল এই তালিকায় তার অবস্থান এখন মাইক্রোসফটের সহপ্রতিষ্ঠাতা বিল গেটসের ওপরে থাকলেও বর্তমানে তার অবস্থান বিল গেটসের এক ধাপ নিচে। এখন এ তালিকায় চতুর্থ অবস্থানে রয়েছেন বিল গেটস। আর এক ধাপ পিছিয়ে পাঁচে জুকারবার্গ।
এর আগে সর্বশেষ ২০১৯ সালে ফেসবুক এবং তাদের অন্যান্য অ্যাপে এ ধরনের সমস্যা হয়েছিল। সেবার এই বিভ্রাটের কারণে বিশ্বব্যাপী ১৪ ঘণ্টার বেশি সময় ধরে গ্রাহকরা এসব মাধ্যম ব্যবহার করতে পারেননি।
ফেসবুকের সাবেক কর্মী ফ্রান্সেস হাউগেনের মাধ্যমে গত ১৩ সেপ্টেম্বর থেকে ফেসবুকের অভ্যন্তরীণ নথির সূত্র ধরে ধারাবাহিক প্রতিবেদন প্রকাশ করতে শুরু করে প্রভাবশালী মার্কিন দৈনিক ওয়াল স্ট্রিট জার্নাল। এখানকার প্রতিবেদনে বিভিন্ন বিষয় নিয়ে ফেসবুকের সমালোচনা করা হয়, যার মধ্যে ছিল ৬ জানুয়ারির যুক্তরাষ্ট্রের ক্যাপিটল হিলের ঘটনাও।
ফেসবুক অবশ্য সমালোচনার প্রসঙ্গে জানিয়েছে, ফেসবুকের বিভিন্ন বিষয় নিয়ে যেসব সমস্যার কথা বলা হচ্ছে, তা বেশ জটিল। এগুলোর পেছনে কেবল প্রযুক্তিই একা দায়ী না।
মতামত দিন