দুই ডোজ টিকা নেওয়ার ৪ মাস পর ডেল্টা ভ্যারিয়েন্টের বিরুদ্ধে এর কার্যকারিতা ৫৩% এ নেমে আসে
করোনাভাইরাসের প্রতিষেধক হিসেবে বায়োটেকের তৈরি ফাইজার টিকার দ্বিতীয় ডোজের ৬ মাস পরেই টিকার কার্যকারিতা হ্রাস পেয়ে ৮৮% থেকে ৪৭% এ নেমে এসেছে। সোমবার (৪ অক্টোবর) ল্যানসেট মেডিকেল জার্নালে প্রকাশিত এক গবেষণা প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
প্রতিবেদনে বলা হয়েছে, করোনাভাইরাসের অত্যন্ত সংক্রামক ডেল্টা ভ্যারিয়েন্টের বিরুদ্ধে ফাইজার টিকার কার্যকারিতা কমপক্ষে ছয় মাসের জন্য ৯০% এর বেশি ছিল।
আরও পড়ুন- ৬ মাসের মধ্যেই কমে যায় অ্যাস্ট্রোজেনেকা ও ফাইজার টিকার কার্যকারিতা
ডেল্টা ভ্যারিয়েন্টের বিরুদ্ধে ফাইজার টিকার কার্যকারিতা প্রথম মাসের পর ৯৩% থাকলেও ছিল চার মাস পর তা হ্রাস পেয়ে নেমে আসে ৫৩% এ। করোনাভাইরাসের অন্যান্য ভ্যারিয়েন্টের বিরুদ্ধে এই টিকার কার্যকারিতা ৯৭% থেকে ৬৭% এ নেমে এসেছে।
গবেষণাটি ৩০ লাখ ৪০ হাজার মানুষের ওপর করা হয়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
আরও পড়ুন- করোনাভাইরাসের কোন টিকার দ্বিতীয় ডোজ কতদিন পর নেওয়া ভালো
যদিও ফাইজারের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এবং চিফ মেডিকেল অফিসার লুইস জোডার বলেন, "আমাদের ভ্যারিয়েন্ট বিষয়ক বিশ্লেষণ থেকে স্পষ্টভাবে বোঝা যায় ডেল্টাসহ করোনাভাইরাসের অন্যান্য ভ্যারিয়েন্টের বিরুদ্ধে ফাইজার টিকা কার্যকর।"
এদিকে, প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে ইউএস ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন ফাইজার-বায়োটেক টিকার বুস্টার ডোজ ব্যবহারের অনুমতি দিয়েছে। সবার জন্যেই বুস্টার ডোজ আবশ্যক করা উচিত কিনা সে বিষয়ে আরও তথ্যের আহ্বান জানিয়েছেন বিজ্ঞানীরা।
মতামত দিন